কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইতিহাস গড়ে জেতা শিরোপা হাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন ঐতিহাসিক জয়ের মুহূর্ত

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৮:৪৭
আপডেট: ১৮ মে ২০১৯, ০৮:৪৭

(প্রিয়.কম) ২০০৯ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু। এরপর একে একে আরও পাঁচটি ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে মাশরাফিবাহিনীকে। তবে এবার আর সেটা হয়নি। উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বৃষ্টি আইন, আয়ারল্যান্ডের কন্ডিশন ও মানসিক বাধার পাশাপাশি কঠিন এক লক্ষ্য— তবে কোনো কিছুই এবার বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সৌম্য সরকার-মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে নতুন করেই লিখেছে ইতিহাস। টানা ছয়বার ফাইনাল হারার পর সপ্তমবারে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেয়েছে শিরোপা জয়ের স্বাদ।

চলুন দেখে নেওয়া যাক, ইতিহাস গড়ার সেই মুহূর্তটি-

প্রিয় খেলা/রুহুল