
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
ডিভোর্সের পর নতুন প্রেমে শ্রাবন্তী
আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩০
(প্রিয়.কম) কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অল্প বয়সে ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। তাদের ১৩ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালে মডেল কৃষ্ণ ব্রিজেকে বিয়ে করেন। আর চলতি বছরের ১৫ জানুয়ারি কৃষ্ণের সঙ্গেও বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।
এদিকে দ্বিতীয় বিয়ে ভাঙনের পর ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ ফুরফুরে মেজাজের ছবি পোস্ট করছেন তিনি। ২৭ জানুয়ারি সবুজ রঙের নেট কাপড়ের জামা পরে একটি হাসি মাখা ছবি পোস্ট করেন তিনি। সবুজ ঘোমটা দেওয়া শ্রাবন্তীর গয়নাতেও আছে সবুজের ছোঁয়া। এদিকে জানুয়ারি মাস শেষ হতে না হতেই শ্রাবন্তীর নতুন প্রেমিকের খবর পাওয়া গেল।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর বর্তমান প্রেমিকের নাম রোশন সিং মন্টি। পাঞ্জাবের ছেলে মন্টি একজন বিমান সংস্থার কেবিন ক্রু। মাত্র চার-পাঁচ ধরে তাদের পরিচয়। বর্তমানে পশ্চিমবঙ্গের পার্ক সার্কাস এলাকাতেই বসবাস করছেন রোশন। শ্রাবন্তী ও রোশন একে অপরের বাড়িতে যাতায়ত শুরু করেছেন। বেশকিছু অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। শ্রাবন্তীর ছেলে ঝিনুকও রোশনকে ভীষণ পছন্দ করেছে।


তবে দুইবার বিয়ে ভাঙার পর এবার বুঝেশুনে পা ফেলতে চাইছেন শ্রাবন্তী। তাই মন্টির সঙ্গে সম্পর্কটা ভেবেচিন্তে এগোতে চাইছেন। তাই এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না এ অভিনেত্রী।
প্রিয় বিনোদন/কামরুল