হিন্দি সিনেমার সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল দিলীপ কুমার ও মধুবালা। ‘মুঘল-ই-আজম’ ছবির মতো কালজয়ী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করা এই জুটি বাস্তব জীবনেও প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্কের পরিণতি হয়নি বিয়েতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ দাবি করেছেন, মধুবালার সন্তান হবে না জেনে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন দিলীপ কুমার।