You have reached your daily news limit

Please log in to continue


আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’

১৯৯৩ সালে মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘ডর’। যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় খলনায়ক চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। সিনেমায় ছিলেন সানি দেওল ও জুহি চাওলাও। এই সিনেমার প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দেন আমির। শাহরুখ খান অভিনীত চরিত্রটি প্রথম অজয় দেবগন, পরে যায় আমিরের কাছে। কিন্তু প্রধান চরিত্র না হওয়ায় সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। পরে সিনেমাটি করে নজর কাড়েন শাহরুখ খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন