You have reached your daily news limit

Please log in to continue


‘এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’, রেগে মঞ্চেই বলে উঠলেন সনু নিগম

প্রায়ই শো-বা কোনো কনসার্টে নানা অপ্রীতিকর ঘটনার সুম্মখীন হচ্ছেন ভারতীয় তারকারা। এবার সে তালিকায় নাম জুড়ল গায়ক সনু নিগমের। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে এক ছাত্র। আর এতে রেগে আগুন গায়ক। বলে উঠলেন, ‘এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।’

ব্যাঙ্গালুরুর একটি কলেজে সম্প্রতি সনু নিগমের একটি অনুষ্ঠান ছিল। মঞ্চে তখন গান গাইছেন সনু। অনুষ্ঠান বেশ জমজমাট। তারই মাঝে দর্শকাসন থেকে এক ছাত্র আচমকা উঠে দাঁড়ায় ও কন্নড় ভাষায় গান করার জন্য চিৎকার করেন।

সনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না। তার বলার ধরণ ছিল হুমকি দেওয়ার মতো। আর তাতেই রেগে যান গায়ক। গান থামিয়ে দেন। বলতে শুরু করেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। আপনারা আমার সঙ্গে পরিজনদের মতো ব্যবহার করেন। কিন্তু আমি ওই ছেলেটিকে মোটেও পছন্দ করিনি। কারণ, যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করছে, আমি তার জন্মের আগে থেকে কন্নড় গান গাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন