পোকো ফোন। ছবি: সংগৃহীত

উন্মুক্তের আগেই গিকবেঞ্চে পোকো এফ২ ফোনের স্পেসিফিকেশন

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬

(প্রিয়.কম) ২০১৮ সালে সুপারহিট হয়েছিল পোকো এফ ১ স্মার্টফোন। এই ফোনের পরবর্তী সংস্করণ পোকো এফ২ উন্মুক্তের পরিকল্পনা শুরু করেছে শাওমি। আর ২৪ ডিসেম্বর বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে পোকো এফ২ ফোনটি দেখা গেল।

এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড পাই ৯.০  অপারেটিং সিস্টেম। গিকবেঞ্চ ওয়েবসাইটে আরও দেখা গেছে পোকো এফ২ ফোনে চলবে অ্যান্ড্রয়েড পাই। এ ছাড়াও পোকো এফ২-এর ভেতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। পোকো এফ১ ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও অনেকে পোকো এফ২ ফোনে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট আশা করেছিলেন।

এ ছাড়াও পোকো এফ২ ফোনে ৬ জিবি র‍্যাম দেখা গেছে। তবে অন্য ভেরিয়েন্টে এক থেকে বেশি র‍্যাম থাকতে পারে। গিকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে পোকো এফ২ পেয়েছে ২,৩২১ আর মাল্টিকোরে এই ফোনের স্কোর ৭,৫৬৪।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী