ইনস্টাগ্রামে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছবি, ভিডিও, মতামত সবকিছুই এখন এক ক্লিকে শেয়ার হচ্ছে। তবে এই সুবিধার পাশাপাশি বাড়ছে ব্যক্তিগত তথ্য ফাঁস, হ্যাকিং ও সাইবার অপরাধের ঝুঁকিও।


জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রামের ১.৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। ব্যবহারকারীদের নাম, ইউজারনেম, ফোন নম্বর, ই-মেইল আইডি-সহ বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে হ্যাকারদের ‘বিচরণক্ষেত্র’ ডার্ক ওয়েবে। এমনটাই দাবি করল সাইবার সিকিওরিটি সংস্থা ‘মালঅয়্যারবাইট’। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রায়ই অজান্তেই নিজেদের তথ্য উন্মুক্ত করে ফেলেন। তাই নিরাপদ থাকতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি।


১. অ্যাকাউন্ট প্রাইভেট করুন


ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থাকলে যে কোনো মানুষ আপনার পোস্ট, স্টোরি ও প্রোফাইলের তথ্য দেখতে পারে। এতে ব্যক্তিগত ছবি ও তথ্য সহজেই অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। তাই নিজের অ্যাকাউন্ট অবশ্যই প্রাইভেট করে রাখা উচিত। অ্যাকাউন্ট প্রাইভেট করলে কেবল যাদের আপনি অনুমতি দেবেন, তারাই আপনার কনটেন্ট দেখতে পারবে। এতে অচেনা বা সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়।


২. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন


দুর্বল বা সহজ পাসওয়ার্ড ব্যবহার করা মানেই নিজের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দরজা খুলে দেওয়া। অনেকেই জন্ম তারিখ, মোবাইল নম্বর বা নিজের নাম দিয়ে পাসওয়ার্ড সেট করেন, যা হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে। তাই পাসওয়ার্ডে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় রাখা জরুরি। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও