মৃত্যুভয় কাটাতে প্রযুক্তির আশ্রয়, চীনে জনপ্রিয়তার শীর্ষে এই অ্যাপ
অদ্ভুত আর কিছুটা গা শিউরে ওঠা নামের একটি অ্যাপ সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছে চীনে। জীবনের যান্ত্রিকতা আর একাকীত্বের ভিড়ে যারা একা থাকতে ভালোবাসেন বা বাধ্য হয়ে একা থাকেন তাদের জন্য এই অ্যাপ।
অ্যাপটির নাম ‘আর ইউ ডেড?’। এর কাজের ধরন খুবই সহজ, যেখানে ব্যবহারকারীকে প্রতি দুই দিন অন্তর অ্যাপটিতে ঢুকে এর বড় এক বাটনে ক্লিক করে নিশ্চিত করতে হবে, ‘আপনি বেঁচে আছেন’।
ব্যবহারকারীর যদি নির্দিষ্ট সময়ে ক্লিক না করেন তবে অ্যাপটি ধরে নেবে আপনি কোনো বিপদে পড়েছেন। সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার আগে থেকে ঠিক করে রাখা জরুরি যোগাযোগ নম্বরে বার্তা পাঠিয়ে দেবে অ্যাপটি, যেখানে লেখা থাকবে, ‘আপনার কোনো বিপদ হয়ে থাকতে পারে’।
বিবিসি লিখেছে, গেল বছরের মে মাসে অনেকটা নীরবে চালু হয়েছিল অ্যাপটি। তবে গত কয়েক সপ্তাহে এ নিয়ে মানুষের আগ্রহ আকাশচুম্বী হয়েছে, বিশেষ করে চীনের বড় বড় শহরে যারা একা বাস করেন সেসব তরুণ-তরুণীরা দলে দলে অ্যাপটি ডাউনলোড করছেন।
বর্তমানে চীনের সবচেয়ে বেশি ডাউনলোড করা ‘পেইড অ্যাপ’ হিসেবে পরিণত হয়েছে এটি।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে চীনে একা বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল অ্যাপ
- মৃত্যুভয়