
বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন গ্রেফতার
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:২৫
(ইউএনবি) গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নিজ গ্রাম বাট্টুলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুর বিএনপি প্রার্থীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুস সবুর বলেন, ‘বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ফজলুল হক মিলন নিজ বাড়িতে বিকাল ৪টায় দলীয় নেতাকর্মী নিয়ে সভা করছিল। এ সময় পুলিশের একটি দল তাকে সেখান থেকে গ্রেফতার করে।’
তিনি বলেন, ‘মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি ছিল। পরোয়নাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।’
এর আগে বুধবার রাতে গাজীপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির দুই যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব।
প্রিয় সংবাদ/হিরা/কামরুল