সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ছবি: সংগৃহীত

সুবর্ণা মুস্তাফার বিবাহবার্ষিকীতে তারকাদের শুভেচ্ছা

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৮, ১৬:৪২
আপডেট: ০৮ জুলাই ২০১৮, ১৬:৪২

(প্রিয়.কম) বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের সংসার জীবনের এক দশক পূর্তি হয়েছে গতকাল। ২০০৮ সালের ৭ জুলাই দিনটিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ তারাকা জুটি। সেই থেকে আজ অবধি দুজন-দুজনের পথ চলার সঙ্গী হয়ে আছেন। তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে তারকারা জানিয়েছেন নানা রকমের শুভেচ্ছা বার্তা। অনেকেই আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে তাদের এ পথচলার প্রতি শুভকামনা জানান। গতকাল সকাল থেকে তারকাদের শুভেচ্ছা ও শুভকামনায় ছেয়ে যায় সুবর্ণার টাইম লাইন।

শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি ফেসবুকে তাদের হাসিমাখা ছবিটি পোস্ট করেন
সুবর্ণা ও সৌদের সঙ্গে তারকা দম্পতি মৌসুমী নাগ ও শোয়েব ইসলাম তাদের এ ছবিটি পোস্ট করে ছবির ক্যাপশনে লিখেন ‘শুভ বিবাহবার্ষিকী’
গতকাল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার টাইমলাইনে ছবিটি শেয়ার দিয়ে তারকা দম্পতিকে তাদের ১০ম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান
সুবর্ণা মুস্তফার টাইমলাইনে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী জান্নাতুন নূর মুন ও নীলাঞ্জনা নীলা
তারকা জুটি সুবর্ণা ও সৌদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে নৃত্যশিল্পী নাজিবা বাশারের পোস্ট করা ছবি
দশম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী রুনা খান লিখেন ‘শুভ বিবাহবার্ষিকী..ভালোবাসা আর ভালোবাসা’
শুভেচ্ছা জানিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেন ‘অনেক আনন্দ আর হাসি খুশিতে থাকো প্লিজ। তোমাদের জন্য অনন্ত শুভকামনা। অনেক।ভালোবাসা আর শ্রদ্ধা। এমন করেই এক সাথে থেকো,পাশে থেকো। ভালো থেকো।ভালোবাসা আর ভালোবাসা-সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।’