সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারে নিয়ম তৈরিতে তাগিদ দিয়েছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান।
এআইয়ের ব্যবহার নিয়ে সতর্ক করে রহমান বলেছেন সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করা না হলে ‘বিশৃঙ্খলা সৃষ্টি হবে’। এআইয়ের অপব্যবহারকে রহমান তুলনা করেছেন ‘অক্সিজেনে বিষ মেশানোর মত’ কাজের সঙ্গে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়ী সুরকার রহমান বলেছেন সব কিছুর ভালোমন্দ দিক আছে। নিজেদের বুদ্ধি পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়নের জন্য এআইয়ের ভালো দিকগুলো ব্যবহার করা যেতে পারে মনে করেন তিনি।
তবে তার স্পষ্ট কথা,”কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার শেষ পর্যন্ত আমাদের জন্য মন্দ কিছুই ডেকে আনবে।”
রহমানের কথায়, “জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে বিখ্যাত কিছু গান এতটাই অশ্রাব্য! আমি জানি না এসব কি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার। নাহলে বিপদ এবং বিশৃঙ্খলার লাগাম টেনে ধরা যাবে না।”