আমার বাংলাটা খুব একটা ইয়ে না...

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৫

ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ অভিনয় ও গান, ‘দাগি’ চলচ্চিত্রে গান দিয়ে আলোচনায় সংগীতশিল্পী জেফার রহমান। গত সোমবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’।


‘দাগি’ সিনেমার ‘নিয়ে যাবে কি’ শুনে চারপাশের মানুষ কী বলছেন?


জেফার রহমান: এত দিন মানুষের ধারণা ছিল, আমি শুধু ধুমধাড়াক্কা গান করি, ফান (হালকা) গান করছি। নিজের সুরে ঠান্ডা ধরনের একটা গান করার খুব ইচ্ছা ছিল। শিহাব (শাহীন) ভাই গানটা নিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞ। গানটি দাগি মুক্তির পর এসেছে। দর্শকেরা হলে শুনেছেন। বেশির ভাগ মানুষ হল থেকে বেরিয়ে গানটা খুঁজছিলেন। অনেকে বুঝছিলেন না, গানটা কার? কণ্ঠস্বর ও গায়কির স্টাইল আলাদা ধরনের ছিল। কেউ কেউ ইউটিউবের কমেন্ট সেকশনে (মন্তব্যের ঘরে) লিখেছেন, হল থেকে বের হয়ে গানটা এখানে শুনতে এসেছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু মনে হয়েছে। এটা আমার সুর করা প্রিয় গানের মধ্যে একটি।


গানটির সুরও তো আপনার।


জেফার রহমান: অনেকে জানেন না, আমি সুর করি। বিশেষ করে ‘ঝুমকা’ গানের আমার অংশটুকু আমিই সুর করেছি। আমার গাওয়া ৮০ শতাংশ গানই আমার সুর করা। তবে সুর নিয়ে খুব একটা কথা বলা হয়নি। এখন এটা নিয়ে কথা বলছি। ফলে দর্শকেরা সুরকার হিসেবে আমাকে আবিষ্কার করছেন।



কেউ কেউ বলেন, সুরকার জেফার পরিচয়টা গায়িকা ও নায়িকা জেফারের আড়ালে পড়ে গেছে...


জেফার রহমান: হ্যাঁ, অনেকটা তা–ই। যখন কোনো ফিমেল পর্দায় গান করেন, তখন মানুষের আইডিয়া হয়ে যায়, ‘মডেল’; খালি কণ্ঠশিল্পী। সেটা তো নয়। আমার নিজের কারণেই হয়তো আড়ালে পড়েছে। আমি জানি না। এখন ঠিক করেছি, বিষয়টি নিয়ে আমি কথা বলব।


আপনি তো গান লেখেনও...


জেফার রহমান: আমি গান লিখি। তবে কোনো গীতিকারের সঙ্গে সহলেখক হিসেবে থাকি। যেহেতু আমার বাংলাটা খুব একটা ইয়ে না, ফলে অন্য কোনো গীতিকারের সঙ্গে বসতে হয়। তবে আইডিয়াটা (ধারণা) আমার থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও