You have reached your daily news limit

Please log in to continue


স্থগিত হলো বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম

চলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত করে ২৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির ৮(ঘ) নং শর্তে বর্ণিত প্রযোজকের আর্থিক সক্ষমতা, অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা আছে মর্মে প্রত্যয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। এ ছাড়া অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’

২১ এপ্রিল চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীরা জানান, একজন ক্ষুদ্র জনগোষ্ঠীর নির্মাতা, তরুণ, নবীন কিংবা প্রান্তিক নির্মাতার পক্ষে এই আর্থিক প্রমাণপত্র জমা দেওয়া প্রায় অসম্ভব। প্রতিভাবান অনেক নির্মাতা চমৎকার চিত্রনাট্য থাকা সত্ত্বেও অর্থের অভাবে অনুদানের আবেদন করতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন