প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় শুক্রবার রোমান ক্যাথলিক ধর্মগুরুর মরদেহে শ্রদ্ধা জানান তিনি।
বাসস জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শ্রদ্ধা জানাতে পোপ ফ্রান্সিসের মরদেহ সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে সেইন্ট পিটার্স স্কয়ারে। এদিন সকাল সাড়ে ৯টায় ওই অনুষ্ঠানে যাবেন প্রধান উপদেষ্টা।
প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন।