
ছবি সংগৃহীত
শিশুর কানে ইনফেকশন
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৫, ০৬:৪৭
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫, ০৬:৪৭
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫, ০৬:৪৭
(প্রিয়.কম) শিশুদের কানের বিভিন্ন সমস্যায় মা-বাবাদের প্রায়ই চিন্তায় পড়তে হয়। সমস্যাগুলো আপাতভাবে খুব একটা গুরুতর না হলেও সঠিক সময়ে এগুলোর চিকিত্সা করা দরকার। এর মধ্যে সবচেয়ে কমন সমস্যা হলো কানের ইনফেকশন। কানের তিনটি ভাগ রয়েছে - এক্সাটার্নাল, মিডল ও ইন্টারনাল। এর মধ্যে সাধারণত এক্সাটার্নাল ইয়ারে ইনফেকশন হয় বেশি।
এক্সাটার্নাল ইয়ার ইনফেকশনের কারণ
- এক্সাটার্নাল ইয়ারে ইনফেকশন হওয়ার প্রধান কারণ হলো ফোঁড়া। কানে ফোঁড়া হলে কানে খুব ব্যথা হয়, কান বাইরে থেকে দেখে ফোলা মনে হতে পারে, কিছু ক্ষেত্রে জ্বর আসতে পারেত। ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে ফোঁড়া হয়। - এক্সাটার্নাল ইয়ার ইনফেকশনের ক্ষেত্রে শিশুদের মধ্যে খুব বেশি দেখা যায় সুইমিং পুলের পানি থেকে ইনফেকশন। একে বলে ওটাইটিস এক্সটার্না। সুইমিং পুলের পানি ভালো না হলে বর্ষাকালে এর থেকে কানে ইনফেকশন হতে পারে। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কারণের জন্য ইনফেকশন হয়। - ইনফেকশন হওয়ার আর একটি কারণ হলো ঘন ঘন কান খোঁচানো। ক্লিপ, পেনসিল বা সেফটি পিন দিয়ে কান কোনোভাবেই যেন খোঁচানো না হয়।চিকিত্সা
- ফোঁড়ার চিকিত্সায় শিশুদের কানে ইয়ারড্রপ দেয়া হয়। অ্যান্টিবায়োটিক খেতে হয়। প্রয়োজন হলে পেইন কিলার দেয়া হয়। - ওটাইটিস এক্সটার্নায় ইনফেকশনে শিশুর কানে ব্যথা হয়, কান থেকে রস বের হয়, কান ভারী ভারী মনে হয়। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনে পেইন কিলার দেয়া হয়। সঙ্গে সাকশন পদ্ধতিতে কান পরিষ্কার করাও উচিত। ওটাইটিস ইনফেকশনে সাধারণত কানের পর্দা ঠিকই থাকে। কিন্তু অতিমাত্রায় ইনফেকশন হলে কানের পর্দায় ঘা হতে পারে। তখন অ্যান্টিবায়োটিক, ইয়ার ড্রপ দেয়া ও সাকশন ক্লিয়ারেন্স করা হয়। - কান খোঁচানোর নোংরা জিনিস থেকে ত্বকে মাইক্রোট্রমা (ত্বকে ক্ষত) হয়, তা থেকেও ইনফেকশন হতে পারে। ভালো মানের ইয়ার বাড দিয়ে কান পরিষ্কার করুন। সঙ্গে টিটেনাসের ইনজেকশন নিয়ে নেয়া ভালো। সেই সাথে অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনে পেইন কিলার দেয়া হয়। - ইনফেকশন ছাড়া অন্য কারণেও কানে ব্যথা হতে পারে। কান পরিষ্কার না করলে ওয়্যাক্স (খোল) জমে যেতে পারে। ওয়্যাক্স শক্ত গেলে ইয়ার ড্রপ ছাড়া গতি নেই। তারপর ওয়াস বা সাকশন পদ্ধতিতে কান পরিষ্কার করা হয়। পরামর্শ দিয়েছেন - ডা. প্রবাল চট্টোপাধ্যায় ইএনটি স্পেশালিস্ট সৌজন্যে: সানন্দা- ট্যাগ:
- স্বাস্থ্য
- লাইফ
- জীবন চর্চা
- কানে ইনফেকশন
- শিশু
১১ মিনিট আগে
৪৩ মিনিট আগে
৪৪ মিনিট আগে
১৩ ঘণ্টা, ২৭ মিনিট আগে
১৩ ঘণ্টা, ২৯ মিনিট আগে
২২ ঘণ্টা, ১৮ মিনিট আগে
২৩ ঘণ্টা, ১৭ মিনিট আগে
২৩ ঘণ্টা, ২০ মিনিট আগে
২৩ ঘণ্টা, ২৩ মিনিট আগে