ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠের ভেতরে-বাইরে দারুণ সময়ই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু হঠাৎ হানা দিয়েছে দুঃসময়। মায়ামি যেন জিততে ভুলে গেছে। মেসি নিজেও যেন স্রেফ ছায়া হয়ে আছেন কয়েক ম্যাচ ধরে। বাজে সময়ের হাওয়া অনুভব করছেন তিনি নিজেও। তবে তা কাটিয়ে ওঠার প্রত্যয়ও শুনিয়েছেন অধিনায়ক। যদিও এই ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আনা আলোচনা চলছে এসবের মধ্যেই।
মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে ইন্টার মায়ামি ঘরের মাঠে ৩-০ গোলে হেরে যায় ওরল্যান্ডো সিটির কাছে। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও গোলের তেমন সম্ভাবনা জাগাতে পারেননি মেসি, লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতসরা।
ফ্লোরিডা ডার্বিতে দুই বছর ও চার ম্যাচ পর ওরল্যান্ডোর কাছে হারল তারা। মেসিকে নিয়ে রাজ্য প্রতিদ্বন্দ্বিদের কাছে তাদের হার এই প্রথমবার।