ছবি সংগৃহীত

খুব সহজেই দূর করে ফেলুন ঘরের আসবাবে ছারপোকার সমস্যা

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১০:১৯
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১০:১৯

(প্রিয়.কম) বিছানায় ছারপোকা থাকলে আরামের ঘুম একেবারে হারাম হয়ে যাওয়ার উপক্রম ঘটে। মূলত বিছানা, বালিশ বা সোফা এইসকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। ছারপোকার কামড়ে জ্বালাপোড়া, ব্যথা এবং অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায় যা মারাত্মক আঁকার ধারণ করতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকার উপদ্রব যতোটা সম্ভব দূর করে ফেলা উচিত। আজকে চলুন জেনে নেয়া যাক কি করে মুক্তি পাবেন বিরক্তিকর ছারপোকার সমস্যা থেকে।

১) ঘরে অতিরিক্ত জিনিস রাখবেন না

অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে ছারপোকার উপদ্রব সবচাইতে বেশি হয়। তাই ঘর পরিপাটি গোছানো রাখুন। বাড়তি আসবাবপত্র ও নোংরা জিনিস একেবারেই ঘরে রাখবেন না।

২) বিছানাপত্র পরিষ্কার রাখুন

বিছানা, বালিশ ও সোফা সব পরিষ্কার রাখুন খুব ভালো করে। ধুয়ে পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। এতে করে কোনায় লুকিয়ে থাকা ছারপোকা নির্বংশ করতে পারবেন।

৩) কড়া রোদে দিন জিনিসপত্র

বিছানার তোষক, বালিশ, সোফার গদি, লেপ কম্বল খুব কড়া রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এতে করে ছারপোকা খুব দ্রুত পালাবে।

৪) পোকা মারার ঔষধ ব্যবহার করুন

দোকান থেকে পোকামাকড় মারার ঔষধ কিনে ঘরে রাখুন। এবং সন্দেহজনক স্থানে কিছুটা স্প্রে করে দিন। তবে সাবধান থাকবেন পোকা মারার ঔষধের ক্ষেত্রে। মানুষের সংস্পর্শে না আসাই ভালো।

৫) গরম ভাপ দিন

এই পদ্ধতিটি খুব বেশি প্রচলিত না হলেও এতে উপকার পাওয়া যায় অনেক। স্টিমিং মেশিন বাজারে কিনতে পাওয়া যায়। এই মেশিন ব্যবহার করে তোষক, বালিশ, কম্বল, লেপ ও সোফায় ষ্টীম দিয়ে দিন। এতে করে ছারপোকা ও ছারপোকার ডিম ধ্বংস হবে।

৬) নিয়মিত কাজগুলো করুন

ছারপোকা দূর হয়েছে মনে করে এইসকল কাজ করা একেবারে বন্ধ করে দেবেন না। যদি মনে হয় ছারপোকা দূর হয়েছে তার পরও সপ্তাহে ১ বার এই কাজগুলো করতে থাকুন। তা না হলে আবার উপদ্রব হতে পারে ছারপোকার। সূত্রঃ wikihow.com