
ছবি সংগৃহীত
কিভাবে বুঝবেন বাম বাহুর ব্যথা হার্টের সাথে সম্পর্কিত?
আপডেট: ২৮ জুন ২০১৬, ০৮:০৯
ফটো সোর্স : coxuongkhop.info
(প্রিয়.কম)- বাম বাহুতে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। পেশীর ব্যথা থেকে শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বাম বাহুর ব্যথা তুচ্ছ কোন কারণে হচ্ছে নাকি গুরুতর কোন কারণে হচ্ছে তা নির্ধারণ করা কিছুটা কঠিন। হাতের ত্বক, সফট টিস্যু, নার্ভ, হাড়, জয়েন্ট এবং রক্তনালীর অস্বাভাবিকতার ফলে ব্যথা হয়। আপনার বাম বাহুর ব্যথাটি হার্টের সাথে সম্পর্কিত কিনা তা বুঝার কিছু উপায় আছে। আসুন তাহলে বাম হাতের ব্যথা হওয়ার উপসর্গগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
১। হার্ট অ্যাটাকের ব্যথার ক্ষেত্রে বুকে চাপ অনুভব হয়। এই অনুভূতির সাথে ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে। বুকের এই ব্যথা বাম হাতে, চোয়ালে ও পিঠেও ছড়িয়ে যেতে পারে।
২। বাম বাহুতে ব্যথা হওয়ার পাশাপাশি আরো কিছু লক্ষণ দেখা দিতে পারে কার্ডিয়াক সমস্যার ক্ষেত্রে, যেমন- বমি বমি ভাব, মাথা ঘোরা, ঠান্ডা ঘাম হওয়া, নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়া। ব্যথার পাশাপাশি এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে সম্ভাব্য হার্ট অ্যাটাক এড়ানোর জন্য।
৩। চিকিৎসক কিছু টেস্ট করাবেন নিশ্চিত হওয়ার জন্য। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি ও ব্লাড টেস্ট করাবেন। আপনার লক্ষণের উপর নির্ভর করে আরো কিছু টেস্ট করার প্রয়োজন হতে পারে যেমন- ইকোকার্ডিওগ্রাম, বুকের এক্সরে, এঞ্জিওগ্রাম এবং এক্সারসাইজ স্ট্রেস টেস্ট ইত্যাদি।
৪। যদি আপনার বাম বাহুর ব্যথা খুব কম সময় প্রায় ১ সেকেন্ড স্থায়ী হয় তাহলে তা হার্ট অ্যাটাকের জন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি এই ব্যথা অনেকক্ষণ স্থায়ী হয় (কয়েকদিন বা সপ্তাহ) তাহলেও এটি হার্ট অ্যাটাকের জন্য নাও হতে পারে। তবে এই ব্যথা যদি কয়েকমিনিট থেকে কয়েক ঘণ্টা স্থায়ী হয় তাহলে তা হার্ট অ্যাটাকের কারণে হতে পারে। যদি এ ধরণের ব্যথা বিরতি দিয়ে পুনরায় হয় তাহলে সময়কাল, স্থায়িত্ব ও ব্যথার তীব্রতা একটি কাগজে লিখে রাখুন এবং চিকিৎসকে দেখান।
৫। বক্ষপাঁজরের নড়াচড়ার ফলে যদি এই ব্যথা কমে বা জেঁকে বসে তাহলে তা মেরুদন্ডের রোগের কারণে হতে পারে যা বয়স্ক মানুষের হয়ে থাকে। এই ধরণের ব্যথা হার্ট অ্যাটাকের কারণে হওয়ার কোন সম্ভাবনা নেই।
৬। অনেক ভারী ব্যায়াম করার পরে যদি বাহুতে ব্যথা হয় তাহলে তা পেশীর সমস্যার কারণে হতে পারে।
৭। বাম বাহুর ব্যথা অ্যাজিনা বা কণ্ঠনালীর প্রদাহের কারণেও হতে পারে। অ্যাজিনা হলে হৃদপিণ্ডে অপর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কাঁধ, বুক, হাত, পিঠ ও ঘাড়ে ব্যথা হয়। বদ হজমের অনুভূতির মত অনুভূতি হয়। শারীরিক ও মানসিক স্ট্রেসের সাথে অ্যাজিনার পরিস্থিতি খারাপ হয়। অ্যাজিনা হার্ট অ্যাটাকের মত জীবন সংশয়ী নয়।
৮। বাম হাতে ব্যথার পাশাপাশি শরীরের আর কোথায় কোথায় ব্যথা হয় তা লিখে রাখুন। হঠাৎ যন্ত্রণাদায়ক বুকে ব্যথা হলে তা বাম বাহুতে ছড়িয়ে পরে এবং এই ব্যথা উভয় বাহুতে হতে পারে। কিন্তু বাম হাতে ব্যথা হওয়ার কারণ হৃদপিণ্ড বাম বাহুর কাছাকাছি অবস্থিত।
লিখেছেন-
সাবেরা খাতুন
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম