ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: মাদারীপুরে আসামির বাড়িতে আগুন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২২:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় ঢাকায় আটক মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।


আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে। আগুন কীভাবে লেগেছে কিংবা কে বা কারা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আটক তামিম হাওলাদার ওই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাম্য হত্যা মামলায় আটক তিনজনের বাড়ি মাদারীপুরে। তাঁদের মধ্যে তামিম হাওলাদার (৩০) ও পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। অপরজন সম্রাট মল্লিক (২৮) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই তিনজন এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। সরকার পতনের আগপর্যন্ত তামিম ও পলাশ গ্রামে অবস্থান করতেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতেন। সম্রাট মল্লিক মাদকাসক্ত বলে এলাকাবাসীর ভাষ্য।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও