
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৪:০৫
প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, ডি, ই এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর ডিম। এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি চুলের ফলিকলে পুষ্টি জোগাতেও এর জুড়ি নেই। চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুলের সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে ডিম। জেনে নিন ডিমের ৫টি সহজ হেয়ার মাস্ক কীভাবে বানাবেন।
- ডিমের সাথে অলিভ অয়েল মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ অলিভ অয়েল চুলকে হাইড্রেট এবং মজবুত করতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহার করুন।
- চুলে আর্দ্রতা নিয়ে আসে মধু। অলিভ অয়েল, ডিম ও মধুর প্যাক শুষ্ক চুলকে হাইড্রেট করতে সাহায্য করে। একটি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ থেকে ৩৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করে।
- একটি ডিম ফেটিয়ে একটি পাকা কলা চটকে মিশিয়ে নিন। আরও মেশান ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ অলিভ অয়েল। চুল ভাগ করে সম্পূর্ণ চুলে লাগান। ২০ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। কলায় থাকা পটাশিয়াম এবং প্রাকৃতিক তেল চুলকে নরম ও মজবুত করতে সাহায্য করে। এই মাস্কটি চুল ভাঙা কমায় এবং চুলের বৃদ্ধি বাড়ায়।
- ট্যাগ:
- লাইফ
- ডিম
- চুলের যত্ন