ছবি সংগৃহীত

আমার প্রথম চলচ্চিত্র প্রথম প্রেমের মতো: আশুতোষ সুজন

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫
আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫

ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) নির্মাতা আশুতোষ সুজন দীর্ঘদিন ধরেই নির্মাণ নিয়ে ব্যস্ত। নির্মাণের এক নিপুণ কারিগর যদি বলি তবে ভুল হবার কথা নয়। কারণ ইতোমধ্যেই ছোট পর্দায় ভাল নাটক নির্মাণ করে বেশ আলোচিত তিনি। তবে জীবনের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন আশুতোষ সুজন। এরইমধ্যে চলচ্চিত্রের শুটিংও শুরু করেছেন। এদিকে ৬ জানুয়ারি বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘পুরস্কার’। তাঁর নির্মিত এই নাটক, বর্তমান ব্যস্ততা ও চলচ্চিত্র নিয়ে মুখোমুখি হন প্রিয়.কমের প্রিয়কথা বিভাগে।

প্রিয়.কম: কেমন আছেন?
আশুতোষ: ভাল। আপনি কেমন আছেন।

প্রিয়.কম: ভাল। আপনার নির্মিত নাটক ‘পুরস্কার’য়ে দর্শক কী দেখবে?
আশুতোষ: গত বছরের মাঝামাঝিতে নাটকটির দৃশ্যধারণ করেছিলাম ঢাকায়। অভিনয়ে করেছিলেন লিটু করিম ও রিচি  সোলায়মান। গল্পটি হচ্ছে একজন সৎ মানুষ। যে কি না স্বপ্ন দেখে নিজের গাড়ি কেনার। কিন্তু টাকার অভাবে সে গাড়ি কিনতে পারে না। অনেক কষ্টে সে মানুষের কাজ থেকে ধার করে অবশেষে গাড়িটি কিনে। কিন্তু শেষেমেষ মানুষের ধার নেওয়া টাকা আর শোধ করতে পারে না। তাই তাঁর হাত থেকে গাড়িটি চলে যায়। পরে তার সততার জন্য অফিস থেকে সে পুরস্কার পায় একটি দামী গাড়ি।
vdvdsপ্রিয়.কম: এখকার ব্যস্ততা কি নিয়ে চলছে?
আশুতোষ: এখন আমার পুরো ব্যস্ততা আমার প্রথম চলচ্চিত্র ‘আমার বাবা’ নিয়ে। আগামী জুন মাস থেকে চলচ্চিত্রটি’র পুরাদমে দৃশ্যধারণ শুরু করব। আর এ বছরই মুক্তি দিব। গল্পের প্রয়োজনেই এত দেরি করে শুরু করা। এরমধ্যে প্রাণের একটি বিজ্ঞাপন করছি। আর ফেব্রুয়ারি মাসে একটি এক ঘণ্টার নাটক নির্মাণ করা করার কথা রয়েছে।

প্রিয়.কম: প্রথম চলচ্চিত্র নির্মাণ, নিশ্চয়ই অনেক স্বপ্নের?

আশুতোষ: আমার সারা জীবনে একটা স্বপ্নই দেখেছি। একটি ভাল চলচ্চিত্র নির্মাণ করব। যে চলচ্চিত্র দেখে মানুষ যেন বলতে পারে অনেক দিন পর কোন সিনেমা দেখলাম। আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ আমার কাছে, এক অর্থে প্রথম প্রেমের মত।

প্রিয়.কম: চলচ্চিত্র নির্মাণে তো অনেক প্রস্তুতি প্রয়োজন?
আশুতোষ: হ্যাঁ। দীর্ঘ একটা সময় দিয়েছি আমার এই চলচ্চিত্র নির্মাণের পিছনে। তবে অনেক আগেই নির্মাণ করা যেত কিন্তু টাকার জন্য নির্মাণ সম্ভব হয়নি। বেঙ্গলের কারণেই আমার পথটা অনেক সহজ হয়েছে। এজন্য বেঙ্গলকে অনেক ধন্যবাদ। এখন শুধু মন দিয়ে নির্মাণ কাজটা করে যেতে চাই। আর কিছু নয়। চলচ্চিত্রের গল্প নিয়েই সারাদিন ও রাত আমার সকল ভাবনা।

xzcপ্রিয়.কম: চলচ্চিত্রটির গল্পের প্রেক্ষাপট তো মুক্তিযুদ্ধ নিয়ে?
আশুতোষ: ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ভিত্তি করেই গড়ে উঠেছে ছবিটির কাহিনি। ছবিটিতে একই সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে এ দেশের মানুষের বর্তমান সময়ের আবেগ-অনুভূতিরও একটি যোগসূত্র স্থাপনের চেষ্টা থাকবে। চলচ্চিত্রটির গল্প থেকে বুঝতে পারবে কেন চলচ্চিত্রটির নাম ‘আমার বাবা’।

প্রিয়.কম: চলচ্চিত্রটির দৃশ্যধারণ কোথায় হচ্ছে আর এ পর্যন্ত কোন কোন শিল্পীকে চূড়ান্ত করেছেন?

আশুতোষ: গল্পটির অনুপ্রেরণা যেহেতু হুমায়ূন আহমেদ ও তার মায়ের একটি লেখা। সে কারণে পিরোজপুরের বিভিন্ন জায়গায় ছবিটির দৃশ্যধারণ করব। তবে পিরোজপুরের বাইরে ঢাকাসহ আরও কয়েকটি জায়গায় ছবিটির শুটিং করা হবে। অন্যদিকে চলচ্চিত্রটির বেশির ভাগ অভিনয় শিল্পী এখনও নির্বাচন আছে। তবে চিত্রনায়িকা মৌসুমী ও কলকাতার প্রসেনজিৎ থাকছেন। গল্পের অন্যান্য চরিত্র নিয়েও ভাবছি। খুব তাড়তাড়ি নিয়ে নিব।

প্রিয়.কম: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়কে সময় দেবার জন্য।
আশুতোষ: আপনাকে ও প্রিয়.কমকেও ধন্যবাদ।