
ছবি সংগৃহীত
অসুস্থ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ
আপডেট: ২৫ জুন ২০১২, ০৫:৩২
(প্রিয় টেক) গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না। খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে তিনি অসুস্থ। না মারাত্মক কিছু নয়, গলায় সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে গুগল। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ প্রতিষ্ঠানটি। কিন্তু বেশ কিছু কর্পোরেট পরিচালনা বিশেষজ্ঞরা মনে করেন ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানটির উচিত ব্যাপারটা খোলাসা করা।
গত বৃহস্পতিবার গুগলের বাৎসরিক মিটিংয়ে যোগ দেননি তিনি, এবং প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের জরুরি আরো বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি। গুগলের কাছে পেজের অসুস্থতা সম্পর্কে এর চেয়ে অধিক কোন তথ্য নেই, তবে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এই তথ্য অজানা থাকার ব্যাপারটা ওয়াল স্ট্রিটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, অনেকে মনে করছে গুরুতর কোন অসুখে আক্রান্ত হয়েছে পেজ।
অবশ্য বৃহস্পতিবার এক ইমেইলে মাধ্যমে তিনি তার সহকর্মীদেরকে তার কিছু হয় নি বলে জানিয়েছেন এবং তিনি প্রতিষ্ঠানটি আগের মত পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
৩৯ বছর বয়স্ক পেজ গত বছর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি শেয়ারহোল্ডারদের মিটিংয়েও অনুপস্থিত ছিলেন। মিটিংয়ে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিদিৎ জানিয়েছেন পেজ "লস্ট হিজ ভয়েস" এবং আগামী বেশ কিছুদিন কোন ধরণের বক্তব্য প্রদান থেকে বিরত থাকবেন। যার মাঝে গুগলের বাৎসরিক আই/ও সম্মেলন এবং মধ্য জুলাইয়ে অনুষ্ঠিত গুগলে দ্বিতীয় প্রান্তিকের আয় সংক্রান্ত মিটিংও রয়েছে। তিনি আরো বলেন, "ল্যারি আগের মত কম্পানী পরিচালনা করে যাবেন, ব্যবসায়িক কৌশলগত সকল সিদ্ধান্ত তিনি পরিচালনা করছেন।" তিনি পেজের দ্রুত সুস্থতা কামনা করেন। এবং কৌতুক করে বলেন সহ-প্রতিষ্ঠাতা সার্গে ব্রিন নাকি বলেছেন, "সমস্যাটি ল্যারিকে আরো প্রধান নির্বাহী হিসেবে গড়ে তুলবে কারণ এখন তাকে ভেবে চিনতে উত্তর দিতে হবে।"
কিন্তু গুগলকে যারা অনুসরণ করে থাকে তাদেরকে খুব একটা আনন্দিত বলে মনে হয় নি। বিশেষ করে সিলিকন ভ্যালির অনেকের স্মৃতিতে এখনো অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অকাল মৃত্যু কথা মনে রয়েছে।
স্টিভ জবসের অসুস্থতা সম্পর্কে সঠিক সময়ে তথ্য না দেয়ার কারণে প্রতিষ্ঠানটি কঠোর সমালোচনার সম্মুখীণ হয়।
জেপি মরগানের পুজিবাজার বিশেষজ্ঞ ডগ এনমুথ বলেন, "ল্যারির অবস্থা সম্পর্কে এ ধরণের কোন চিন্তা আমাদের মনে হয় নি কিন্তু দ্বিতীয় প্রান্তিকের মিটিং যা অনুষ্ঠিত হতে এখনো কয়েক সপ্তাহ বাকী রয়েছে কিন্তু তা সত্বেও তাকে হিসেবের বাইরে রাখার ব্যাপারটা কেমন যেন গোলমেলে। বিনিয়োগকারীদের মনে প্রশ্নের সৃষ্টি হবে বলে মনে করি।"
আনমুথ জানান পেজ তার গুগল+ অ্যাকাউন্টের পেজে নিয়মিত লিঙ্ক এবং মন্তব্য পোস্ট করতো কিন্তু ২৫ মে'র পর থেকে কোন পাবলিক পোস্ট করা হয় নি।
এদিকে আভ্যন্তরিণভাবে পেজ এর অসুখ মারাত্মক কিছু নয় বলে জানানো হয়েছে বেশ কিছু ব্যবস্থাপককে।
পেজ গতমাসে লন্ডনে বক্তব্য প্রদান করার সময় বেশ কিছু সময় পর পর থেমে ঢোক গিলতে লক্ষ্য করা গেছে। কিন্তু এটাই তার সমস্যা কিনা সেটা এখনো পরিষ্কার নয়। ডিউক বিশ্ববিদ্যালয়ের ভয়েস কেয়ার সেন্টারের ল্যারিনগোলোজিস্ট এবং সহযোগী অধ্যাপক সেথ কোহেন জানিয়েছেন পেজ তীব্র কণ্ঠনালীপ্রদাহে আক্রান্ত হতে পারেন এবং এর চিকিৎসাস্বরূপ তাকে বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে।
এছাড়া ডিস্ফোনিয়ায় আক্রান্ত হতে পারেন বলেও জানিয়েছেন কোহেন। এধরণের ক্ষেত্রে ভয়েস থেরাপি প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।
ল্যারি পেজ ইমেইলের মাধ্যমে সুস্থতার কথা জানালেও স্টিভ জবসের অসুস্থতা এবং তা নিয়ে অ্যাপল যে গোপনীয়তা রক্ষা করেছিল সে কথা বিবেচনা করে অনেকেই এখন ল্যারি পেজের শাররিক সুস্থতা সম্পর্কে দুশ্চিন্তা করছেন বলে জানা গিয়েছে।
[video:http://www.youtube.com/watch?v=Y0WH-CoFwn4]
- ট্যাগ:
- লাইফ
- সোশ্যাল মিডিয়া
- প্রযুক্তি
- ল্যারি পেজ