
সীমান্তের ওপারে অস্থিরতায় এপারে ঢুকছে আগ্নেয়াস্ত্র
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১২:২১
ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা। এ দুই দেশের সঙ্গে সীমান্তের নতুন নতুন পথে অস্ত্র ঢুকছে। একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে এসব তথ্য জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্যমতে, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের ১৭টি এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালান করছে কারবারিরা। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এই অস্ত্র পাচার দেশের নিরাপত্তার জন্য হুমকি। তাই সীমান্তের অস্ত্র পাচারের রুটগুলোতে নজরদারি ও অভিযান বাড়াতে হবে।
জানতে চাইলে বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান বলেন, আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অস্ত্র পাচার
- অস্ত্র আইন