
ছবি সংগৃহীত
মৃত্যু কী?
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৬
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক জীবিত-সত্ত্বাই একদিন না একদিন মৃত্যুর স্বাধ আস্বাদন করবেই। কিন্তু আমরা কি জানি এই মৃত্যু আসলে কী? মৃত্যু কাকে বলে? আসুন এবার আমরা মৃত্যু কী তা জেনে নেই। শাইখ জালালুদ্দিন সুয়ুতি রহ. বলেন, কোনো কিছু না থাকা বা কোনো কিছুর অবলুপ্তিকেই মৃত্যু বলা হয় না। বরং শরীর কিংবা রুহ বা আত্মা বিচ্ছিন্ন হয়ে যাওয়াকেই মৃত্যু বলা হয়। কারো কারো অভিমত হচ্ছে, আনন্দহীন জগত হতে আনন্দময় জগতের দিকে গমন করার নামই হলো প্রকৃত মুমিনের মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যুই দান করুন। আমিন। মৃত্যুর আকৃতি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ তিনিই তো সেই সত্ত্বা, যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন। [সুরা মুলক, আয়াত : ২] হযরত কতাদা, মুকাতিল এবং কালবি রহ. উক্ত আয়াতের ব্যাখ্যা করে বলেন, আল্লাহ তাআলা জীবনকে ঘোড়ার অবয়বে সৃষ্টি করেছেন আর মৃত্যুকে ভেড়ার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন আলমে মিসাল বা প্রতিকৃতি জগতে বান্দাদের বিভিন্ন প্রকারের কর্মকে বিভিন্ন আকার, আকৃতি ও প্রতিকৃতি দান করেন, সেখানে একেবারে শূন্য বা আকার-অবয়বহীন সৃষ্টিকে আকৃতিধারী পদার্থে রূপায়িত করা আল্লাহ তাআলার পক্ষে কোনোভাবেই অসম্ভব হতে পারে না। মূল : আল্লামা ইদরিস কান্ধলভি রহ. অনুবাদ : মাওলানা মিরাজ রহমান