ব্যান্ড ম্যানেজার জিয়া ও ড্রামারের সঙ্গে তুহিন। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

ফেসবুকে ভাইরাল তুহিনের ভক্তদের আকুতি 

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৫০
আপডেট: ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৫০

(প্রিয়.কম) নিজেদের স্বকিয়তা দ্বারা শহুরে শ্রোতাদের প্রিয় ব্যান্ড হয়ে ওঠেছিল ‘শিরোনামহীন’। কিন্তু সম্প্রতি এই ব্যান্ডের ভোকাল তুহিনের সঙ্গে ব্যান্ডের অন্য সদস্যদের মধ্যে এক ভুলবুঝাবুঝির সূত্র ধরে ব্যান্ড থেকে বের হয়ে পড়ার ঘোষণা দেন তুহিন। গত ৬ অক্টোবর নিজের ফেসবুক পেজে তুহিন লিখেন, ‘আমি তানযীর তুহীন,ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি....কিন্তু গান নয়।’ এরপর নেট দুনিয়ায় আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে বিষয়টি নিয়ে।‘শিরোনামহীন’ ব্যান্ডে তুহিন থাকবে না বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না। তুহিনের ভক্তরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হাজার হাজার ভক্তদের সেইসব প্রতিক্রিয়া থেকে কয়েকটি প্রতিক্রিয়া প্রকাশ করা হল প্রিয়.কমের পাঠকদের জন্য। 

মো. রোকন নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘Tanzir Tuhin ভাই বলেছেন ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছেড়েছেন। কিন্তুু গান নয়। তানযীর তুহিন ভাই ছাড়া শিরোনামহীন অচল, ভালবাসি অনেক মানুষটিকে। যতই ভোকাল আসুক তুহিন ভাইয়ের জায়গা কেউ নিতে পারবে না।’

রকিব শিকদার নামে আরেকজন ভক্ত তার ওয়ালে লিখেন, ‘তুহিন ভাইকে ছাড়া শিরোনামহীন কতটুক চলবে দেখা যাবেনে .... ভালবাসি তুহিন ভাই .... ভালবাসিনা শিরোনামহীন।’

রাজন নামে একজন লিখেছেন, ‘#শিরোনামহীন থেকে সরে গেলেন জনপ্রিয় ভোকালিস্ট #তানযির_তুহিন ভাই। তুহিন ভাইয়ার শূন্যতা কেউই পূরণ করতে পারবে না, শিরোনামহীন ব্যান্ডে কখনওই কল্পনা করিনি তুহিন ভাইয়ার নামে এইরকম একটি মন্তব্য করবে প্রিয় ব্যান্ড শিরোনামহীন।

হার্টের প্রবলেমকে মানুসিক প্রবলেম হিসেবে দাবি করলো এই ব্যান্ড দলটি। তুহিন ভাই ছাড়া শিরোনামহীন অচল, আসুক যতই ইশতিয়াক ভোকাল হিসেবে, তুহিন ভাইয়ার তুলনা তুহিন ভাই নিজেই। কলিজা ছিঁড়ে ভালোবাসি তুহিন ভাইয়াকে। সাথে ছিলাম, আছি এবং সারাজীবন তুহিন ভাইয়ার সাথেই থাকবো।’

জাহিদুল হাসান তামিম লিখেছেন, ‘কিছুদিন আগে মীজান ভাই ছাড়লেন warfaze আর আজকে শুনলাম তুহিন ভাই ছাড়লেন শিরোনামহীন। মাইক্রোফোন হাতে এই দুইজন ছাড়া এই দুইটা ব্যান্ড যেমন অসম্পূর্ণ লাগে তেমনি এদের গানগুলাও অন্য কারো গলায় শুনাটা কষ্টদায়ক।’

তৌফিকুল ইসলাম রাজু নামে এতজন লিখেছেন, ‘মোট কথা তুহিন ভাই ছাড়া শিরোনামহীন অচল। শিরোনামহীন ছাড়াও তুহিন ভাই অচল। তাই এইসব বাদ দেন। মিটাইয়া নেন ঝামেলা।’

শামিউল বাঁধন নামে অন্য আরেকজন লিখেছেন, ‘Tanzir Tuhin ভোকাল যদি Shironamhin এ না থাকে তাহলে Shironamhin এর গান শোনার ইচ্ছে মরে যাবে। তুহিন ভাই ছাড়া শিরোনামহীন এর কোন মূল্য নাই,,,,তুহিন ভাইয়ের পাশে আছি, থাকবো।’

আল আমিন নামে একজন লিখেন, ‘তুহিন ভাই ছাড়া ‘শিরোনামহীন’ ব্যান্ডটা আসলেই শিরোনামহীন,,,,,!!!’

নৌশিন হিমি নামে একজন লিখেন, ‘তুহিন ভাই শিরোনামহীন ছেড়ে দিসে? লাইক সিরিয়াসলি?? শুধু আমি না। শিরোনামহীন এর যত ভক্ত আছে, তাদের ৮০% ই তুহিন ভাই এর জন্য এই ব্যান্ড শুনে। তুহিন ভাই ছাড়া শিরোনামহীন কল্পনা করতেও কষ্ট হচ্ছে। শিরোনামহীন আমার লাইফের মোস্ট ফেভারিট ব্যান্ড শুধু উনার ভোকাল এর জন্যই। পুরা শকড হয়ে আছি।’ 

অন্যদিকে অনেকেই এই ব্যান্ডের ম্যানেজার জিয়ারও সমালোচনা করছেন তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। 

বলে রাখা ভালো, ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে ‘শিরোনামহীন’ ব্যান্ড। আজ সেই ব্যান্ডটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড। দেখতে দেখতে ২০ বছর পূর্ণ করেছে এই ব্যান্ডটি।