ভেনিসের সুসজ্জিত জলপথ আর পাথরের বুকে ঘেরা ঐতিহ্যবাহী শহরটিতে যখন যাত্রা করেন মেহজাবীন চৌধুরী, তখন শুধু স্মৃতিই নয়, তৈরি হয় এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। লাল রঙের ওয়ান শোল্ডার গাউনে স্নিগ্ধ ও সহজ মেকআপে তিনি যেমন নিজেকে প্রকাশ করেছেন, তেমনই দিয়েছেন একটা হালকা সাজে পরিপূর্ণ, কিন্তু দৃষ্টিনন্দন লুক যা একবার দেখলেই মনে গেঁথে যায়। ইউরোপ সফরে প্রেম ও আরাম যেন একসঙ্গে সাজানো মেহজাবীনের ভেনিস ভ্রমণের এই বিশেষ মুহূর্তগুলোতে। আর এই সহজ অথচ প্রভাবশালী লুকটি তার ব্যক্তিত্ব ও আভিজাত্যের নতুন পরিচয় বহন করে।
লাল মানেই যেন উৎসব, ভালোবাসা আর দৃশ্যপট জুড়ে এক চিরন্তন আকর্ষণ। আর এই লালের জাদুকরী রূপেই ধরা দিলেন মেহজাবীন চৌধুরী, ইউরোপ সফরের স্মৃতিমাখা কিছু মুহূর্তে। ইতালির ভেনিস শহরের অপূর্ব এক কোণে দাঁড়িয়ে তিনি যেন রাঙিয়ে তুললেন চারপাশকে। তার লুকে যেমন ছিল রাজকীয়তা, তেমনই ছিল সহজ-স্নিগ্ধ সৌন্দর্য।