বাদ-প্রতিবাদ, ক্ষোভ-হতাশায় ছয় বছর পেরিয়ে গেছে; গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি পায়নি।
আওয়ামী লীগ সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটির মুক্তিতে আপত্তি আসে। আবার চলচ্চিত্র আপিল কমিটি থেকে একটা সময়ে মুক্তিতে বাধা নেই বলেও জানানো হয়। এর মধ্যে সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু আলোর মুখ দেখেনি ‘শনিবার বিকেল’।
ফারুকী যখন আপাদমস্তক একজন পরিচালকের পরিচয়ে পরিচিত ছিলেন, তখন তিনি আইনের বেড়াজালে বাক্সবন্দি সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্ত করতে ক্ষণে ক্ষণে সরব ছিলেন। সোশাল মিডিয়ায় পোস্ট, বিভিন্ন আন্দোলন-সভার আয়োজন করে ক্ষোভ আর হতাশার প্রকাশ ঘটিয়েছেন।
তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের সঠিক পথে চলতে শিল্পকর্ম নামক বিষয়টির ‘হেডলাইট জ্বালানোর’ পরামর্শ দিয়েছিলেন ফারুকী। হুঁশিয়ারি দিয়েছিলেন আইনি পথে হাঁটার।
এর মধ্যে সময় গড়িয়েছে। ইতিহাস সৃষ্টি করা এক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, সেখানে ফারুকী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
সেন্সর বোর্ড বিলুপ্ত হয়ে ‘সার্টিফিকেশ বোর্ড’ গঠন করা হয়েছে। সেই বোর্ড থেকে গেল ১০ মাসে সনদ পেয়েছে ৯৪টি চলচ্চিত্র। কিন্তু ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেলের’ মুক্তি নিয়ে কোনো তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই।