চুম্বনের দৃশ্যে কাট বলার পরও থামেননি অভিনেতা, কান্নায় ভেঙে পড়েন নায়িকা

প্রথম আলো প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১৯:১৩

বিনোদ খান্নার ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই। বিশেষ করে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি, যা নিয়ে সেই সময়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। যেমন ‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিতের সঙ্গে চুম্বনের দৃশ্যে তাঁর বাড়াবাড়ি নিয়ে অনেক কথা হয়েছে। তবে কেবল ‘দয়াবান’ই নয়, আরও একটি সিনেমায় বিনোদ খান্নার নিয়ন্ত্রণ হারানো নিয়ে বিতর্ক হয়েছিল। সেটা হলো, মহেশ ভাটের অসমাপ্ত ছবি ‘প্রেম ধর্ম’। যেখানে বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া।


দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ‘প্রেম ধর্ম’-এর মাধ্যমে মূলধারার ছবিতে ফিরছিলেন বিনোদ খান্না।


ডিম্পল কাপাডিয়া তখনো ১৯৮৩ সালে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে ছিলেন। ছবির একটি দৃশ্যে দেখানোর কথা ছিল, বিনোদ ডিম্পলকে চুম্বন ও আলিঙ্গন করবেন, তারপর ঘুমিয়ে পড়বেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও