শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১৬:২৭

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও কাজের প্রতি কতটা নিবেদিত, তা সবারই জানা। এই বয়সেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে সময়ের সাথে সাথে শরীর যে তার ওপর প্রভাব ফেলছে, সে কথা এবার অকপটে স্বীকার করেছেন বলিউডের এই মেগাস্টার। 


সম্প্রতি তিনি তার ব্লগে লিখেছেন, ‘শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে।’ রোববার ভক্তদের সাথে দেখা করার পর তিনি তার ব্লগে দৈনন্দিন জীবনের নানা পরিবর্তন নিয়ে কথা বলেন। কাজের পাশাপাশি এখন তার জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে রয়েছে নিয়মিত ওষুধ খাওয়া।


তার কথায়, ‘শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে। শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের দিকে নজর দিতে হচ্ছে। এখন আগের মতো কাজ করা যায় না, কিছু করতে হলে আগে চিন্তা করতে হয়।’


ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটানা অনেকক্ষণ তিনি দাঁড়িয়েও থাকেন না, পড়ে যেতে পারেন। বাড়িতেও এসেছে পরিবর্তন। এখন তিনি ঘরের মধ্যে হ্যান্ডেল বার ব্যবহার করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও