
চোখের সাজ পরিপূর্ণ করতে মাসকারা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, ছবি: নূর, প্রিয়.কম
মাসকারা সম্পর্কিত এ তথ্যগুলো কি আপনি জানতেন?
আপডেট: ১৩ অক্টোবর ২০১৭, ২১:৫০
(প্রিয়.কম) ঋতু ও প্রকৃতিভেদে আমরা অনেক ধরনের মেকআপ করে থাকি। চোখের সাজেও এতে ভিন্নতা আসে। কখনো আঁখিযুগল রঙিন ও বর্ণিল সাজে সাজাই, আবার কখনোবা স্মোকি আই লুকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নানা রকম ওয়ার্ম ও কুল টোনের আই-শ্যাডো এবং আইলাইনার ব্যবহার করে থাকি আমরা। কিন্তু একটি জায়গায় কখনো ভিন্নতা আসে না, সেটি হলো 'মাসকারা'। চোখের সাজ যেন মাসকারা ছাড়া কোনভাবেই পূর্ণতা পায়না। আই-শ্যাডো কিংবা আই-লাইনার চোখে ব্যবহার করি আর না করি কয়েক কোট মাসকারা দেওয়া ছাড়া ঘর থেকে বাইরে পা দিতেই মনে হয় কিসের যেন কমতি আছে!
এই যে এতো শখের মাসকারা, তার ব্যাপারেও অনেক অজানা তথ্য আছে। সেগুলো নিয়ে সচরাচর খুব একটা আলোচনা করা হয় না। আজকে এমনই কিছু অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচার। চলুন তবে চট করে অজানা ব্যাপারগুলো জেনে আসা যাক-
একটি মাসকারা চিরদিন ব্যবহার করা যায় না
শুনে হয়তো আশ্চর্জজনক মনে হবে কিন্তু মাসকারার ও মেয়াদোত্তীর্নের একটি নির্দিষ্ট সময় আছে। একেকটি মাসকারা সর্বোচ্চ ৩-৫ মাস ব্যবহার করতে পারবেন আপনি। সুতরাং, এই সময়সীমার পরে পুরনো মাসকারা ফেলে দিন এবং নতুনভাবে কিনে ব্যবহার করুন। নয়তো সেটি চোখের ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে।
মাসকারা ওয়ান্ড যত্ন করে রেখে দিন
মাসকারা পুরনো হয়ে গেলে ফেলে দিন কিন্তু এর ওয়ান্ড যত্ন করে রেখে দিন। সেটি ভালোমতন পরিষ্কার করে পরবর্তীতে আপনি আই-ব্রো আর্ট করার জন্যে ব্যবহার করতে পারবেন।
মাসকারা তুলে ফেলুন
মাঝেমধ্যে আমরা এতো ক্লান্ত হয়ে পড়ি যে ঠিকমতন মেকআপ তুলে ফেলতেও ভুলে যাই। কিন্তু চোখের পাপড়িতে সারারাত মাসকারা লাগিয়ে রেখে দেওয়া যে কতো বড় ক্ষতি, তা অনেকেই অনুধাবন করতে পারিনা। এ অভ্যাসের কারণে পাপড়ি পড়ে যায় চুলের মতনই, এমনকি চোখের কর্নিয়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মাসকারার ভলিউম বৃদ্ধি করুন
আমরা সকলেই চোখের পাপড়ি একটু ঘন হোক, সেটিই পছন্দ করি। মাসকারার সর্বোত্তম ব্যবহার পেতে এটি ব্যবহার করার আগে চোখের পাপড়ির ওপরে একটু পাউডার বুলিয়ে নিন। দেখবেন কি সুন্দর ঘন দেখাচ্ছে চোখের পাপড়ি।
চোখের পাপড়ি ময়েশ্চারাইজ করুন
আমরা পুরো শরীরের কিংবা মুখের ত্বকের বেশ খেয়াল রাখলেও হরদম ভুলে যাই চোখের পাপড়ির কথা। প্রত্যহ রাতে ঘুমানোর আগে জলপাই তেল কিংবা ভালো কোন ময়েশ্চারাইজার লাগান চোখের পাপড়িতে। তবে চোখের ভেতরে যেন না চলে যায় সেদিকে খেয়াল রাখবেন।
প্রতিদিন পানি-নিরোধক মাসকারা ব্যবহার করার প্রয়োজন নেই
ওয়াটারপ্রুফ কিংবা পানি-নিরোধক মাসকারা গ্রীষ্মকালের জন্য বেশ ভালো একটি অপশন, কারণ আমরা বেশ ঘামি এ সময়। কিন্তু প্রতিদিন এটি ব্যবহার করার কোন আবশ্যকতা নেই কারণ এটি ভালোমতন পরিষ্কার করা যায় না। সেক্ষেত্রে চোখের পাপড়ি বেশ পাতলা হয়ে যায় এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে
চোখ খুলে রাখুন
মাসকারা দেওয়ার সময়ই কেন যেন আমাদের চোখ খুব নড়াচড়া করে, তাই না? সেক্ষেত্রে মুখ খোলা রাখুন। তখন দেখবেন চোখ খুলে রাখতে খুব একটা বেগ পেতে হচ্ছে না।
মাসকারা যেন আর ছড়িয়ে না যায়
মাসকারা ব্যবহারের পর পরই চোখের পাতায় লেগে যায়? পুরনো বিজনেস কার্ড কিংবা প্লাস্টিকের চামচ চোখের পাতার ওপরে ধরুন। এবার মাসকারা লাগান। দেখবেন অতিরিক্ত মাসকারা কার্ডে কিংবা চামচে লাগছে, চোখের পাতায় নয়।
মাসকারা আমাদের দৈনন্দিন সাজের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সুতরাং, এটি ভেবেচিন্তে ব্যবহার করুন এবং অবশ্যই দিন শেষে পরিপাটিভাবে মাসকারা তুলে ফেলুন।
সূত্র: Stylecaster
সম্পাদনা: কে এন দেয়া