হাতে একটু সময় থাকলে আপনিও চট করে দেখে নিতে পারেন এই আইকিউ টেস্ট। ছবি: নূর

পৃথিবীর সবচাইতে ছোট আইকিউ টেস্ট! আপনিও চেষ্টা করে দেখুন...

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৭, ২৩:১১
আপডেট: ১৫ অক্টোবর ২০১৭, ২৩:১১

(প্রিয়.কম) আইকিউ টেস্ট করার অনেকগুলো পদ্ধতি আছে বটে পৃথিবীতে। কিন্তু দি কগনিটিভ রিফ্লেকশন টেস্ট (CRT) হলো এদের মাঝে সবচাইতে ছোট্ট টেস্ট। এই টেস্ট অনুযায়ী, মাত্র তিনটি প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে আপনি কি এই যুগের আইনস্টাইন, নাকি নিতান্তই সাধারণ বুদ্ধির মানুষ। 

২০০৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিত সাইকোলজিস্ট শেন ফ্রেডেরিকের তৈরি এই কুইজটির কাজ হলো, আপনি চট করে একটা ধরাবাঁধা উত্তর দেবার ইচ্ছে এড়িয়ে আসলেই চিন্তাভাবনা করে সঠিক উত্তর দিতে পারছেন কিনা তা নির্ণয়। সাইকোলজির ভাষায়, আপনি সিস্টেম ১ (ইনটুইশন বা ধারণা) ভিত্তিক চিন্তাকে অগ্রাহ্য করে আপনার সিস্টেম ২ (যৌক্তিক) চিন্তাকে প্রাধান্য দিতে পারেন কিনা। CRT কুইজে সফল হতে হলে আপনার চট করে যে উত্তর দিতে ইচ্ছে করছে সেটাকে থামিয়ে আরেকটু চিন্তা করে তারপর উত্তর দিতে হবে। 

হ্যাঁ, আপনার বুদ্ধিমত্তা প্রমাণের জন্য আপনাকে সবগুলো প্রশ্নের নির্ভুল উত্তর দিতে হবে। তবে কত দ্রুত উত্তর দিচ্ছেন সেটাও দেখতে হবে বটে। দ্রুত নির্ভুল উত্তর দেওয়াটাও উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। 

চলুন তাহলে দেখি, আপনি আসলে কতটা বুদ্ধিমান? মনে রাখবেন, প্রশ্নগুলো যতটা সহজ মনে হচ্ছে আসলে তত সহজ নয়। বিশ্বের শীর্ষ কিছু ইউনিভার্সিটি (যেমন ইয়েল এবং হার্ভার্ড) এর শিক্ষার্থীরাও অনেক সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না বলে দেখা যায় ২০০৩ সালের এক গবেষণায়। এমনকি, এ পর্যন্ত দেখা গেছে মাত্র ১৭ শতাংশ মানুষ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। 

এই সেই কুইজ

১) একটা ব্যাট আর একটা বলের দাম একসাথে ১.১০ ডলার (অর্থাৎ ১ ডলার ১০ সেন্ট)। ব্যাটের দাম বলের দামের চাইতে ঠিক ১ ডলার বেশি। তাহলে বলের দাম কত?

২) ৫টা মেশিন ৫ মিনিট কাজ করে যদি ৫টা যন্ত্রাংশ তৈরি করতে পারে, তাহলে ১০০টা মেশিনের ১০০টা যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে?

৩) একটি লেকে অল্প কিছু শাপলা ফুটে আছে। প্রতিদিন শাপলা পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। যদি ৪৮ দিনে শাপলা দিয়ে পুরো লেক ঢেকে যায়, তবে অর্ধেক লেক ঢাকতে কত দিন লেগেছিল?

শাপলা

অনেকে হয়ত ভাববেন ২৪ দিন লাগবে পুরো লেক ঢেকে যেতে। ছবি: রিপন

ভাবুন, বেশকিছুটা ভেবে উত্তর দিন। 

উত্তরগুলো এমন

১) উত্তর হলো ৫ সেন্ট 

অনেকেই আত্মবিশ্বাসের সাথে বলে দেবেন ১০ সেন্ট। আসলে কিন্তু তা না! ১০ সেন্ট যদি বলের দাম হয় তাহলে ব্যাটের দাম হতে হবে ১ ডলার ১০ সেন্ট! যদি বলের দাম ৫ সেন্ট হয় তাহলে ব্যাটের দাম হয় ১ ডলার ৫ সেন্ট। অর্থাৎ দুটোর দাম মিলিয়ে ১ ডলার ১০ সেন্ট হয়। 

প্রিন্সটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় যারা এই প্রশ্নের উত্তরে ১০ সেন্ট বলে দেয়, তাদের ধৈর্য আসলে বেশ কম হতে দেখা যায়। 

২)  ৫ মিনিট

আপনি হয়ত তাড়াহুড়ো করে বলে দেবেন ১০০ মিনিট। আসলে কিন্তু তা নয়। প্রশ্ন থেকেই ধরে নেওয়া যায় একটি মেশিন একটি যন্ত্রাংশ তৈরি করতে ৫ মিনিট সময় নেয়। তাই মেশিন ১০০টা এবং যন্ত্রাংশ ১০০টা হলেও ৫ মিনিটই সময় লাগবে। 

৩) ৪৭ দিন

অনেকে হয়ত ভাববেন ২৪ দিন। যেহেতু অর্ধেক ঢেকে যাবার কথা বলা হয়ছে। কিন্তু যেহেতু শাপলা দিয়ে ঢাকা জায়গা প্রতিদিন দ্বিগুণ হয়, তাই যেদিন অর্ধেক পুকুর ঢেকে থাকে তার পরের দিনই বাকি পুকুরটা ঢেকে যাবে। ৪৮ থেকে একদিন কম, অর্থাৎ ৪৭ দিন। 

সূত্র: IFLScience

প্রিয় লাইফ/ রুমানা বৈশাখী