পদত্যাগ ভাবনা পাল্টা চাপ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৯:০৬

শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ৯ মাস পার করল; কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য এবং রাজপথে প্রতিদিনের আন্দোলনে এখনো সুস্থির হতে পারছে না। এর মধ্যেই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন—এমন খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সরকার ও রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা আরও বেড়েছে। এই অবস্থায় আলোচনায় উঠে এসেছে জাতীয় সরকার গঠনের বিষয়টি।


প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার খবর এমন এক সময়ে ছড়াল, যখন কয়েকজন উপদেষ্টাকে অপসারণের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন শক্তি। সেই সঙ্গে নির্বাচন নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে এতে।


রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনসহ নানা ইস্যুতে চতুর্মুখী চাপের কারণে বিরক্ত হয়েই পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে রাজনৈতিক মহলের ওপর পাল্টা চাপ হিসেবেই দেখছেন তাঁরা। ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনা সত্যি হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।


প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ও উপদেষ্টাদের নিয়ে চলমান বিতর্কের মধ্যে জাতীয় সরকারের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরিবর্তে যদি তিনি (ড. ইউনূস) পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তাঁর ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা তাঁর পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও