
প্রতীকী ছবি
পৃথিবীর সুন্দর রোমান্টিক মুহূর্ত-১: গোধূলিবেলায় রোমান্টিক মুহূর্তে প্রেম
আপডেট: ৩০ মে ২০১৮, ২১:৫০
(প্রিয়.কম) পড়ন্ত গোধূলির শেষ বেলায় কোনো এক নদীর পাশে যখন তেজোদীপ্ত সূর্যটা আস্তে আস্তে হেলে পড়তে থাকে ঠিক তখন নদীর মাঝে সূর্যটা ডুবতে থাকে, প্রকৃতির এক অপূর্ব মায়াময় সৌন্দর্য ফুটে ওঠে।
এমন একটা সুন্দর মুহূর্তে ভালোবাসার দুজন প্রেমময় যুগল সেখানে গিয়ে যখন একসঙ্গে কথা বলে দুজনের মনের কথা, দুজনে পাশাপাশি বসে যখন সূর্যের অস্তমিত হাসিমতো তাদের ভালোবাসার খুনসুটি হাসি, তা দিয়ে যখন তারা এক স্বর্গীয় সুখ, ভালোলাগা, চাওয়া-পাওয়ার অনুভূতিতে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন তাদের মনে এক আনন্দ শিহরণ জেগে ওঠে।
এমনই মুহূর্তে আনন্দে ভরা মুখটা যখন কাঁধে মাথা রেখে বা হাত রেখে অথবা দুজন একসঙ্গে হাতটা বাড়িয়ে পাশে থেকে এক গভীর ভালোবাসার আনন্দক্ষণ ডুবে যায়, নদীর স্নিগ্ধতায় মৃদুময় ঠান্ডা বাতাসে মনে পরশ বুলিয়ে যায়।
কিংবা গোধূলি আভাতে দুজন ভালোবাসার প্রিয়জন এক অপরের মাথা আলতো করে স্পর্শে রাখে, ঠিক অস্তমিত সূর্য যখন আস্তে আস্তে নদীর মধ্যে ডুবে যেতে থাকে তখন এক ভালোবাসার শিহরণ প্রকৃতির সৌন্দর্যের স্পর্শে ভালোবাসার একটি চমৎকার পৃথিবীর সুন্দর এক রোমান্টিক মুহূর্ত গড়ে ওঠে।... অনেক ভালোলাগা সুন্দর কিছু অনুভূতির স্পর্শে...
প্রিয় লাইফ/আজাদ চৌধুরী