
বাসা পরিবর্তনের পর নতুন পরিবেশে মন না বসলে করণীয়
মাসের শুরু মানেই ঢাকার অলিগলি, গলিপথে নতুন ভাড়াটিয়াদের যাতায়াত চোখে পড়ে। অনেকেই নতুন চাকরি, উচ্চশিক্ষা কিংবা পারিবারিক কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যান। বিশেষ করে রাজধানীতে যারা থাকেন, তাদের বড় অংশই ঢাকার স্থানীয় নন। ফলে বারবার বাসা বদলের অভিজ্ঞতা তাদের জীবনে সাধারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বাসা বদল মানে শুধু নতুন ঘর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, সম্পর্ক আর মানসিক এক ধরনের চাপ।
একটি বাসায় যদি দীর্ঘদিন থাকা হয়, সেখানে স্বাভাবিকভাবেই এক ধরনের মায়া জন্মে। আশপাশের প্রতিবেশী, দোকানদার, রাস্তার পরিচিত মুখ সব মিলে সেটি হয়ে ওঠে এক টুকরো আপন ভুবন। হঠাৎ করে সেই জায়গা ছাড়তে হলে অনেকের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। বিশেষ করে যারা ইন্ট্রোভার্ট, তাদের কাছে নতুন পরিবেশে খাপ খাওয়ানো আরো কঠিন হয়ে দাঁড়ায়।
বাসা বদলের পর নতুন জায়গায় এসে মন না বসার পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। যেমন-
১. অভ্যাসের ভাঙন
মানুষ স্বভাবত অভ্যস্ত প্রাণী। যে রাস্তায় প্রতিদিন হাঁটা, যে দোকান থেকে নিয়মিত বাজার করা এসব ভাঙলে মনে অস্থিরতা আসে।
২. সামাজিক বন্ধন
আগের জায়গার প্রতিবেশীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ ভেঙে গেলে এক ধরনের শূন্যতা তৈরি হয়।
- ট্যাগ:
- লাইফ
- বাসা পরিবর্তন