
অ্যানথ্রাক্স: রংপুর বিভাগে ৩০ লাখ টিকা দেবে সরকার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ২১:৫৩
অ্যানথ্রাক্স প্রতিরোধের অংশ হিসেবে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় গবাদি পশুকে ৩০ লাখ টিকা দেওয়া হবে।
প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে দেওয়া এসব টিকার ২০ লাখ পাবে রংপুর ও গাইবান্ধা জেলা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের কয়েকজন বাসিন্দা রোগাক্রান্ত গরু জবাইয়ের পর এর মাংস কাটাকাটি করেন।
শনিবার তাদের মধ্যে ১১ জনের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার তথ্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক।
এর আগে রংপুরের পীরগাছা, মিঠাপুকুর এবং কাউনিয়া উপজেলায় ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী পাওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।