প্রেমের শুরু, গুনগুন গান মনে, সারাক্ষণ অস্থিরতা। ছবি: প্রিয়.কম

প্রেমের পাঁচটি ধাপ

শেখ সাজিদ আহমেদ
Article Writer
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৮, ১৫:০৯
আপডেট: ৩০ মার্চ ২০১৮, ১৫:০৯

(প্রিয়.কম) প্রেম! দমকা হাওয়ার মতো এসে যেন এলোমেলো করে দেয় সবকিছুকে। নিজের অস্তিত্ত্বকে বিলীন করে মিলে মিশে একাকার হয়ে যায় দুটি প্রাণ, দুটি হৃদয়। কখনো বা প্রথম দেখায়, আবার কখোনো ধীরে ধীরে আমরা আপন করে নিই আমাদের প্রিয় মানুষটিকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কীভাবে হয় প্রেমের শুরু? কীভাবেই বা আমরা জায়গা করে নিই একে অপরের হৃদয়ে? 

ভারতীয় দর্শন শাস্ত্রানুসারে সবকিছুর মতো প্রেমও কিছু নিয়ম মেনে চলে। আর তা হলো- প্রেম প্রথম দর্শনে বা ধীরে ধীরে যেভাবেই হোক না কেন প্রেম হয়ে থাকে পাঁচটি ধাপে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই প্রেমের পাঁচটি ধাপ সম্পর্কে। 

পূর্বরাগ:

প্রেমের সূত্রপাত হয়ে থাকে এ ধাপে। নিজের অজান্তেই কোনো বাঁধা না মেনে প্রিয় মানুষটির জন্য ভাল লাগার অনুভূতির জন্ম হয় এসময়।সারাক্ষণ ব্যকূল হয়ে থাকে মন। জগৎ সংসার সবকিছু যেন ফিকে হয়ে যায়। শুধুই তাকে দেখতে ইচ্ছে করে। সবসময় চোখে তারই ছবি ভাসে। মন যেন চায় শুধু তারই কথা ভাবতে, কল্পনায় তার মাঝে ভেসে বেড়াতে।


মন তার কথা ভাবে সারাক্ষণ, যেতে চায় কাছে। ছবি: সংগৃহীত

অনুরাগ: 

দুজন দুজনার হৃদয়ের ডাকে সাড়া দেওয়ার পরেই হয় অনুরাগের শুরু। প্রিয় ব্যক্তি সবসময় কাছে থাকা স্বত্বেও মনে হয় যেন তাকে আর আগে কখনো দেখেনি। প্রতি মুহূর্তেই তাকে নতুন মনে হয়। এই অনুভূতির নামই অনুরাগ। মন চায় সব কিছু উজাড় করে তাকে ভালবাসতে, তার মাঝে হারিয়ে যেতে। তার সাথে কাটানো প্রতিটি ঘণ্টা যেন একেক যুগে রূপ নেয়।


ভালো লাগে দীর্ঘসময় একসাথে থাকতে। ছবি: প্রিয়.কম

অভিসার:                                        

                                                 ‘এ ঘোর রজনী মেঘের ঘটা, কেমনে আইলা বাটে?

                                                 আঙ্গিনার মাঝে বঁধুয়া ভিজিছে, দেখে যে পরাণ ফাটে।

                                                 ঘরে গুরুজন, ননদী দারুন, বিলম্বে বাহির হৈনু।

                                                 আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিনু।’

গুরুজনের চোখ ফাঁকি দিয়ে মিলনের উদ্দেশ্যে প্রেমযাত্রীদ্বয়ের একান্তে সময় কাটানো এবং সমস্ত লাজ-লজ্জা, সমাজের রীতিনীতি ত্যাগ করে নিজেকে প্রিয়ার/প্রিয়ের কাছে সপে দেওয়াই অভিসার। 


দুটি শরীর ও মন একাকার হয় উন্মত্ত ভালবাসায়। ছবি: প্রিয়.কম

বিরহ:

এটি প্রেমের সব থেকে বেদনাদায়ক অধ্যায়। ক্ষুদ্র কোনো বিষয় থেকে শুরু হয় অভিমানের। এ অভিমান যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে থাকে হৃদয়কে। বিধাতা ফেলে দেয় এক নির্মম পরীক্ষার মাঝে। কেউ যদি জগতের সব সুখ এনে পায়ের কাছে লুটিয়ে দেয় তবুও এই ধরাকে যন্ত্রনাদায়ক নরক মনে হয়। 'কেন এমন করলে? কি দোষ ছিল আমার?' এ জাতীয় প্রশ্ন সবসময় হৃদয়কে কুড়ে কুড়ে খেতে থাকে। 

অল্পতেই হতে থাকে কথা কাটাকাটি।ছবি: প্রিয়.কম

মিলন/বিচ্ছেদ:

মিলন/বিচ্ছেদের মাধ্যমে সর্বশেষ পরিণতি পায় প্রেম। কখনো বিধাতার অসীম করুণায় একত্রিত হয় দুটি মন। আবার কখনো বা লক্ষ কোটি ক্রোশ দূরে চলে যায়। যে প্রেমগুলি ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছে তাদের অধিকাংশেরই শেষ পরিণতি ছিল বিচ্ছেদ। অপরদিকে মিলনের আকাঙ্ক্ষাই প্রকৃতির দুই সৃষ্টিকে এতটা কাছাকাছি নিয়ে আসে। অনেকে মনে করেন প্রেমিক প্রেমিকার মিলনের মাধ্যমেই স্বার্থকতা পায় একটি প্রেম। আবার কেউ কেউ মনে করেন বিচ্ছেদের যন্ত্রনা অমরত্ব দান করে প্রেমকে। 

অনেক প্রেমেরই পরিণতি হয় একাকিত্ব। তবে বিপরীতটাও ঘটে। ছবি: প্রিয়.কম

প্রেমের এই ধাপগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। পরিণতি যাই হোক, প্রেম মানেই সুন্দর। আর এই সৌন্দর্যই সুন্দর আর মোহনীয় করে রেখেছে পৃথিবীকে।

প্রিয় লাইফ/আফসানা সুমী/রুহুল