
প্রতীকী ছবি
মায়ের চেয়ে আপন কেহ নাই
আপডেট: ১৩ মে ২০১৮, ১৮:৩৪
‘মা’ শব্দটি ছোট হলেও এর বিশালতা ব্যাপক। মা শুধু একটি শব্দই নয়, ভালবাসা, আবেগ, মমতা-সবকিছুই যেন মিশে আছে শব্দটির মাঝে।
পশ্চিমা দেশগুলোতে মা দিবস খুব বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়। কিন্তু বাংলাদেশে ক'জনেই বা সে খবর রাখে।
মায়ের প্রতি ভালোবাসা নিবেদনে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। মায়ের জন্য ভালোবাসা দিবসকেন্দ্রিক না হলেও এর তাৎপর্য ব্যপক। মাকে অবলম্বন করে হয়েছে অসংখ্য গান। কাদা আর খড়-কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লাখ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আমার এত সুন্দর দেহ গড়েও মা মূল্য চাইল না।স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
পৃথিবীটা স্বার্থপর। সবাই শুধু নিতে চায়, কেহ দিতে চায় না। একমাত্র মা-ই নিঃস্বার্থভাবে দিয়ে যায়, কিছুই নেয় না। মায়ের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। জনম দুখিনী মা আমাদের মাতৃগর্ভে নিয়ে ১০ মাস ১০ দিন নিদারুণ কষ্টে দিনাতিপাত করেন। ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত মাকে সহ্য করতে হয় কত যে বেদনা, তা শুধু মা-ই বলতে পারে।
সেই মাকে যারা অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই স্রষ্টার কাছে সম্মানিত হতে পারবে না। আধুনিক বিশ্বে প্রতিনিয়তিই বাড়ছে বৃদ্ধাশ্রম। মায়ের প্রতি সন্তানের ভালবাসাটাও কমতে শুরু করেছে তাতে। আবার কুলাঙ্গারদের থেকে বাঁচতেও বৃদ্ধাশ্রমের বিকল্প নেই। কেন মায়ের প্রতি এত বৈষম্য?
মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক জ্ঞানী-গুণী মানুষরা। যদি উদাহরণ দিতে হয়, তবে সবার আগে দিতে হবে বায়েজিদ বোস্তামির মাতৃভক্তির কথা। গভীর রাতে ঘুম থেকে উঠে মা পানি খেতে চেয়েছিলেন। সে পানি ঘরের কোথাও না পেয়ে গ্রামের এক কোণে গিয়ে কুয়া থেকে এনেছিলেন বায়েজিদ। এসে দেখেন, মা আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মাকে ডাক দিলে মায়ের ঘুমে ব্যাঘাত ঘটবে; আবার ঘুম থেকে উঠে মা পানি না পেলে মায়ের কষ্ট হবে।সে জন্য তিনি সারা রাত ধরে মায়ের পাশেই পানি হাতে নিয়ে জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে রইলেন। ঘুম থেকে উঠে মা যখন দেখতে পেলেন ছেলে পানি হাতে দাঁড়িয়ে আছেন, ঠিক সে দৃশ্য দেখে মা জোড় হাত তুলে, আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করলেন। মায়ের দোয়ার বরকতে বায়েজিদ অলি হতে পেরেছিলেন।
এই তো কয়েকদিন আগে সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তার জীবনী বলতে গিয়ে মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন। গল্পের ছলে তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় নাকি তার প্রচণ্ড জ্বর ছিল। তার মা তাকে বলেছিলেন, ‘বাবারে পরীক্ষা দে, পাস করবি।’
আনিসুল হক জ্বর নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এমনকি পরীক্ষাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি মাত্র ৩৪ এর উত্তর দিতে পেরেছিলেন। অল্প কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর মায়ের কাছে এসে বলেন, ‘মা পরীক্ষা ভাল হয়নি।’ মা বললেন, ‘বাবারে এসো দু রাকাত নামাজ পড়ে তোমাকে একটা ফুঁ দেই।’
কাকতালীয় হলেও সত্য আনিসুল হক ৩৪ পেয়েছিলেন শুধু মায়ের দোয়ার কারণে। আমরা আরো জানি টমাস আলভা এডিসনের কথা। যে স্থুল বুদ্ধিসম্পন্ন ছেলেটিকে স্কুল থেকে চিঠি লিখে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে চিঠি উল্টো পড়ে সন্তানকে উৎসাহ দিয়ে মা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনিই টমাস আলভা এডিসনের মা। মায়ের ভালোবাসায় টমাস সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন হতে পেরেছিলেন।
মাকে যারা ভালবাসে না, তারা জীবনেও উন্নতি করতে পারে না। ধর্মীয় গ্রন্থগুলোতেও মায়ের মর্যাদার কথা উল্লেখ করা আছে।
মাকে ভালোবাসার জন্য দিবস লাগে না, লাগে না কোনো অজুহাত। মায়ের বিকল্প পৃথিবীর আর কেউ নেই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, যখন বৃদ্ধাশ্রমগুলোতে মায়েদের চাপা ক্ষোভ আর সন্তানের জন্য এক বুক ভালোবাসা লক্ষ করতে পাই, ঠিক তখন মনে বিষাদের জন্ম দেয়।
আমাদের শিক্ষিত সমাজে মায়ের প্রতি অবিচার লক্ষ করা যায়। অর্থ-বিত্তের মোহে পড়ে অনেকেই ভুলে যান মাকে।আবার অনেকে বউ পেয়ে মায়ের কষ্ট ভুলে যান। অকৃতজ্ঞ এসব সন্তানের জন্য ধিক্কার জানানো ছাড়া আর কোনো পন্থা আমার জানা নেই।
মা দিবসে সরকারের কাছে অনুরোধ করছি, যারা মাকে কষ্ট দেয়, যারা মাকে নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের জন্য আইন প্রণয়ন করুন। মায়ের ভরণপোষণ বহন না করলে সন্তানকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসুন।
মা দিবসে অঙ্গীকার হোক, কোনো মায়ের স্থান যেন না হয় বৃদ্ধাশ্রমে। সন্তানের অবহেলায় কোনো মা যেন না হয় নিপীড়িত।
মায়ের জন্য এক বুক ভালোবাসা রইল। পরিশেষে নকুল কুমারের বিখ্যাত গানের কয়েকটি লাইন বলতে চাই।
‘স্বার্থ ছাড়া বন্ধু-বান্ধব কাছে আসে না/বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না/স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়।’
পৃথিবীর সব মায়ের জন্য রইল ভালোবাসা।
[প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। প্রিয়.কম লেখকের মতাদর্শ ও লেখার প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত মতামতের সঙ্গে প্রিয়.কমের সম্পাদকীয় নীতির মিল না-ও থাকতে পারে।]