
২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ফেসবুকে ছবি দুটি পোস্ট করেন তমালিকা কর্মকার। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে ফিরে বোনের সঙ্গে তমালিকার ঘোরাফেরা
আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯, ১৪:২৯
(প্রিয়.কম) জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার, একসময় টেলিভিশন পর্দার তুখোড় অভিনেত্রী। এখন আর টিভি পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায় না তাকে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালের জুলাই মাসে দেশ ছাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর বিষয়টি সাবাইকে জানান দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। গেল বছর যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের বেশ কিছু হাসিমাখা উচ্ছ্বল ছবি পোস্ট করে নজর কাড়তে দেখা গেছে তাকে।
দীর্ঘ ছয় মাস পর দেশে ফিরেছেন তমালিকা কর্মকার। দেশে ফিরেই রাজধানীর ধানমন্ডিতে নাট্যনির্মাতা বড় বোন চয়নিকা চৌধুরীকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ছোট বোন তমালিকার সঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবিও পোস্ট করেন চয়নিকা।
৩০ জানুয়ারি, বুধবার প্রিয়.কমের আলাপ হয় চয়নিকা চৌধুরীর। তমালিকা প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘চলতি মাসের ২৪ তারিখ যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ও (তমালিকা)। থাকবে পুরো ফেব্রুয়ারি মাস। আমার ইচ্ছা আছে ওকে নিয়ে নতুন একটি কাজ করার। কিন্তু ওর তেমন আগ্রহ নাই। তার পরেও চেষ্টা করব যাতে অন্তত একটা কাজ করে। অনেক দিন পর বোন এসেছে। খুব ভালো লাগছে।’

তমালিকার সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন চয়নিকা। ওই ছবির ক্যাপশনে বোন সম্পর্কে তিনি লিখেন, ‘আমার একমাত্র বোন, অনেক আদরের, অনেক স্নেহের আর ভালোবাসার। আর তার সাথেই আজ সকালে বের হওয়া। মনটাই তো আনন্দ আর খুশিতে ভরে গেল। বোন তুই কি জানিস, তুই কত্ত বড় অভিনয়শিল্পী? আমি আর আমরা কেউ তোর মূল্যায়ন করতে পারিনি। ক্ষমা করে দিস। বোন অনেক ভালোবাসি তোকে। ভালো থাকিস। তুই ভালো মনের মেয়ে। তোর ভালো হবেই!’

গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে তারকা দম্পতি টনি ডায়েস, প্রিয়া ডায়েস ও অভিনেত্রী রিচি সোলায়মানসহ আরও অনেকর সঙ্গে তমালিকা। ছবি: সংগৃহীত
প্রিয় বিনোদন/রিমন