
‘চারবার সেই স্পর্শ অনুভব করলাম’- ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২০:৩০
বলিউডের অতি পরিচিত মুখ অদিতি রাও হায়দারি। নিজের মার্জিত ভাবমূর্তির জন্য তার ভক্ত সংখ্যাও অনেক। তাই তো বর্তমানে বলিউডে পোক্ত অবস্থানেই রয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু একটাসময় চারপাশে কোনো নিরাপত্তারক্ষী থাকত না অদিতির। আর পাঁচজন সাধারণ নারীর মতোই ছিল তার চলাফেরা। তাই রাস্তাঘাটে এক আপত্তিকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনিও; যে ঘটনা এখনও তাড়া করে বেড়ায় অদিতিকে।
ট্রেনে-বাসে বা রাস্তাঘাটে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রায় অসংখ্য নারীর রয়েছে। কিন্তু অদিতি রাও হায়দারি মন্দিরের মতো একটি স্থানে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তখন অদিতির বয়স মাত্র ১৫। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।