ছবি সংগৃহীত

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

priyo.com
লেখক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪০
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪০

(প্রিয়.কম) ছুটে আসা ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। নিহত কিশোরের নাম দীনেশ। বয়স মাত্র ১৬।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের একটি জুলজিক্যাল পার্ক থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল ক্লাস ইলেভেনের ছাত্র দীনেশ। হঠাত্‍‌ই তার মাথায় আসে এই সর্বনাশা  চিন্তা। যেই ভাবা সেই কাজ। মোবাইল হাতে সেলফির তোলার জন্য 

রেললাইনের ধারে দাঁড়িয়ে পড়ল দীনেশ। তবে, ট্রেনের দুরন্ত গতির টানে টাল সামলাতে পারেনি সে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গত বছর বিশ্বজুড়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। এর মধ্যে অর্ধেকই ভারতের ঘটনা। গত মাসে সেলফি তুলতে গিয়ে একটি মেয়ে সমুদ্রে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে ডুবে যান আর একজন। কোনোক্রমে তিনি বেঁচে ফিরলেও, মেয়েটিকে বাঁচানো যায়নি। এরপরই মুম্বাইয়ে ১৬টি নো-সেলফি জোন তৈরি করা হয়েছে। করা হচ্ছে প্রচারও। তবে, সেলফি-মৃত্যু হয়েই চলেছে।