ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বৃদ্ধির তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।
আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ওএইচসিএইচআরের মুখপাত্র তহামিন আল–খেতান বলেন, পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ফিলিস্তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিগত ২১ মাসের বেশি সময়ে পশ্চিম তীরে অন্তত ৯৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এই সময়ে সেখানে অন্তত ২ হাজার ৯০৭টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আর ওএইচসিএইচআর বলেছে, গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে ‘আয়রন ওয়াল’ নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ সময় ৩০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।