
ছবি সংগৃহীত
সাদা বাঘের রহস্য
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:০৪
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:০৪
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:০৪
সাদা রঙের ওপর কালো ডোরাকাটা বাঘ এখন দুর্লভ। হলুদ বা কমলা রঙের ওপর কালো ডোরাকাটা বাঘই এখন চোখে পড়ে। বাঘের এই রঙের পার্থক্যের কারণ নিয়ে গবেষণা করেছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁরা দেখেছেন,একটি জিনের (বংশগতির নিয়ন্ত্রক) সামান্য পার্থক্যের কারণেই বাঘ কখনো সাদার ওপর ডোরাকাটা,কখনো বা কমলার ওপর ডোরাকাটা হয়ে থাকে। কমলা বাঘের মতো সাদা বাঘও বেঙ্গল সহপ্রজাতির। একসময় আসাম, বাংলা ও বিহারে দুর্লভ সাদা বাঘের দেখা মিলতো। চীনের বিজ্ঞানীরা জানান,কোনো প্রাণীর শরীরের রঙের জন্য দায়ী জীবদেহের কোষের স্বাভাবিক রঞ্জন বা পিগমেন্ট। এটা মানুষসহ প্রায় সব প্রাণীর মধ্যেই থাকে। এই কোষের জিনের সামান্য পার্থক্যেই বাঘের শরীরের রং পরিবর্তন হয়। পিকিং ইউনিভার্সিটির সু-জিন লুয়ো ও তাঁর দলের গবেষণার প্রতিবেদনটি কারেন্ট বায়োলোজি সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।


- ট্যাগ:
- বিজ্ঞান
- প্রাণী জগৎ
- সাদা বাঘ
৫৮ মিনিট আগে
১ ঘণ্টা, ৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৬ মিনিট আগে