ডেস্কটপের চেয়ে এখন ল্যাপটপ বেশি ব্যবহার করেন সবাই। অফিস, পড়াশোনা কিংবা বিনোদন-প্রতিটি ক্ষেত্রেই ল্যাপটপের উপর নির্ভরশীলতা বেড়েছে। তবে অনেক সময় দেখা যায় অল্প দিন ব্যবহারেই ল্যাপটপের নানান সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় পুরোপুরি অকেজো হয়ে যায়।
জানেন কি, আপনার কিছু ব্যবহারের ভুলেই ল্যাপটপের আয়ু কমছে। আসুন জেনে নিন কী কী ভুলে ল্যাপটপ নষ্ট হচ্ছে। কোন কাজগুলো না করলে দীর্ঘদিন ল্যাপটপ ভালো থাকবে-
১. ল্যাপটপ ক্রমাগত চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারির চার্জ যেন ২০ শতাংশের নিচে না যায়। ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে গেলে চার্জারটি খুলে ফেলতে হবে।
২. ব্যাটারির আয়ু এবং স্বাস্থ্য বজায় রাখার জন্য সর্বদা কোম্পানির দেওয়া আসল চার্জার ব্যবহার করতে হবে। কারণ লোকাল চার্জারগুলো ভুলভাল ভোল্টেজ দিয়ে ব্যাটারির ক্ষতি করে দিতে পারে।
৩. ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো তাপ। সব সময় সমতল বা ফ্ল্যাট এবং হার্ড সারফেসের উপর ব্যবহার করতে হবে, যাতে বায়ু চলাচল সঠিকভাবে হয়। অন্যদিকে বিছানা বা কম্বলের উপর রেখে এটি ব্যবহার করলে এর তাপ বৃদ্ধি পেতে পারে।