ছবি সংগৃহীত

সবচাইতে স্বল্প খরচে নিখুঁত রান্না শিখুন "রন্ধন ইশকুলে" !

দেয়া
লেখক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৬, ০৫:২৪
আপডেট: ৩১ আগস্ট ২০১৬, ০৫:২৪

ফটো সোর্স- lbb.in
 
(প্রিয়.কম)- একটা সময় ছিলো যখন মেয়েদের রান্নায় হাতেখড়ি করা ছিলো একেবারে বাধ্যতামূলক। মা, নানি, দাদি সবাই মিলে নিজেদের রন্ধনশৈলী শিখিয়ে দিতেন খুব কম বয়সেই। এখন সেই চরচাটা সবার মাঝে নেই, বিশেষ করে শহুরে জীবনে রান্না শেখার বা শেখানোর সময় কোথায়? আর তাই রান্না শিখতে চাইলে এখন দৌড়াতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের রান্নার কোর্সে। তেমনই একটি রান্না শিক্ষার প্রতিষ্ঠান হলো “রন্ধন ইশকুল”। প্রিয় আনসার  ও মিট মনস্টারের "রুমানা বৈশাখী" আপুকে নিশ্চয়ই চেনেন? সেই রুমানা বৈশাখীর সাথে রন্ধন ইশকুলে আরও আছেন সহ প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন। দুজনে মিলে অবশেষে তৈরি করেছেন নিজেদের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। 
 
রান্নার বিভিন্ন কোর্স খুব সহজলভ্য হয়ে পড়েছে এখন। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় খুঁজলেই পাওয়া যায় রান্নার কোর্স করাতে উন্মুখ প্রতিষ্ঠান। তবে ভালো মানের প্রতিজ্ঞা সবাই করলেও সেটা পূরণ করতে পারেনা সবাই। ভালো মানের প্রতিশ্রুতি এবং বাহারি কিছু অফার নিয়ে সম্প্রতি চালু হয়েছে “রন্ধন ইশকুলের” রান্নার কোর্স। আর হ্যাঁ, অন্যান্য অনেক স্কুলের চাইতেও রন্ধন ইশকুলের কোর্স ফি কিন্তু একেবারেই কম। রান্না শেখার অনেক বড় স্কুলেই যেসব রান্নার কোর্স ফি ৭ থেকে ১০ হাজার টাকা, রন্ধন স্কুলে সেসব কোর্স ফি-ি মাত্র ২০০০ থেকে ৩০০০ টাকা! 
 
মূলত কোরবানির ঈদকে সামনে রেখে তারা সাজিয়েছেন কিছু কোর্স। ঈদের আগেই শিখে নিতে পারবেন মুঘলাই কোর্স ও কাবাব কোর্স। শেখাবেন দেশ টিভির সেলিব্রেটি রন্ধন শিল্পী "জিনাত বেগম" আর "রুমানা বৈশাখী"। এছাড়া রুমানা বৈশাখী করাবেন একটি "ঈদ স্পেশাল কোর্স”। কোর্স শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর থেকে। 
 

মুঘলাই শর্ট কোর্স 
সময়- ২ দিন , ২ ও ৩ সেপ্টেম্বর (দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৫ টা) 
কোর্স ফি- ২৫০০ টাকা

 

আইটেম ১০ টি 
কাচ্চি বিরিয়ানি , জালি কাবাব, বোরহানি , কাটা মসলার গোশত , মুঘলাই লাচ্ছি,
তেহারি , শাহি কোফতা , আলু বোখারার চাটনি, বীফ ঝাল ফ্রেজি , স্পেশাল রায়তা সালাদ

 

কাবাব শর্ট কোর্স

সময়- ২ দিন,  ৬ ও ৭ সেপ্টেম্বর  (মঙ্গল ও বুধবার) (সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা) 

কোর্স ফি- ২৫০০ টাকা (২ দিন) , ১৪০০ টাকা (১ দিন) 

ইন্সট্রাক্টর- জিনাত বেগম

 

 

আইটেম ১২ টি - শিক কাবাব , মুঠা কাবাব, চাপিলি কাবাব, লাচ্ছা পরোটা , জিরা পানি, চিকেন জালি কাবাব, শামি কাবাব বা টিকিয়া, বটি কাবাব, তাজ কাবাব, হারি কাবাব, আলু পরোটা, স্পেশাল রায়তা সালাদ। 

 

এছাড়াও, যারা একেবারেই রান্না পারেন না তাঁদের জন্য থাকবে একটি বেসিক কুকিং কোর্স। একদম রান্না না পারলেও যেন ঈদের আনন্দে খুব সহজে কিছু রান্না করতে পারেন, তাঁদের জন্য এই ব্যবস্থা। কোর্স করাবেন রুমানা আপু নিজেই!

 

 ঈদের আগে অন্যান্য কোর্স সমূহ- 

 

ঈদ স্পেশাল ডেজারট কোর্স

সময়- ৮ তারিখ বৃহস্পতিবার (দুপুর ৩ টা থেকে বিকাল সাড়ে ৫ টা) 

কোর্স ফি- ১৫০০ টাকা

ইন্সট্রাক্টর- শায়লা এনাম

আইটেম ৫ টি- মালাই পুডিং, শাহী জর্দা (মিষ্টি সহ), নারিকেল দিয়ে সেমাই জর্দা, বালুশাই, কাসটারড

 

বেসিক কুকিং কোর্স (ঈদ স্পেশাল-১) 

সময়- ৯ তারিখ, শুক্রবার (দুপুর ৩ টা থেকে বিকাল সাড়ে ৫ টা) 

কোর্স ফি- ১৫০০ টাকা

ইন্সট্রাক্টর- রুমানা বৈশাখী 

 

আইটেম ৬ টি- পারফেক্ট পোলাও ১৫ মিনিটে, বিফ ভুনা ১৫ মিনিটে, বিয়ে বাড়ির রোষ্ট, প্রন মালাইকারি, ১৫ মিনিটে টার্কিশ কাবাব , ৫ মিনিটে ভেজিটেবল রায়তা।

 

দরবারী খানা

সময়- ১০ তারিখ, শনিবার (দুপুর ৩ টা থেকে বিকাল সাড়ে ৫ টা) 

ইন্সট্রাক্টর- মুতমাইন্নাহ্ বিনতে ইলিয়াছ

কোর্স ফি- ১৩০০

 

 

আইটেম ৫ টি- হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, বিফ পাসান্দা, চিকেন টাংরি কাবাব, ক্রিম সালাদ, শাহী ফিরনি

 

আসন সংখ্যা সীমিত। প্রতি কোর্সে মাত্র ১৫ জনকে এন্ট্রি দেয়া হবে। সিট বুক করতে কল করতে পারেন- ০১৭৬৩-৯২৫১৬৩। শুধু তাই নয়, গৃহিণীদের সুবিধার্থে বাচ্চাদের জন্য প্লে জোন এবং গৃহকর্মীকেও সাথে আনার ব্যবস্থা আছে। এই একই নাম্বারে কল করতে পারেন অনলাইন কোর্স করার ব্যাপারেও। তবে রন্ধন ইশকুলের রাঁধুনিদের মতে, রান্না হচ্ছে ১০০ ভাগ হাতে কলমে শেখার একটি ব্যাপার। যদি টিভি বা ফেসবুকে দেখেই রান্না শেখা যেত, তাহলে পৃথিবীতে সবাই ভালো রাঁধুনি হতো! কারো রান্না খারাপ হতো না, সবার রান্নাই একেবারে হুবহু এক রকম হতো। হাতে কলমে রান্না শিখতে চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন তাদের সাথে।
 
 
আর হ্যাঁ, একই সাথে একই ছাদের নিচে মিল��ে মিট মনস্টার অরগানিক ও ফ্যাশন ব্র্যান্ড সাহেরা'স কালেকশন ও পেঁচকুনির সকল পণ্য! 
 
ঠিকানা-
রন্ধন ইশকুল
২২০, বেগম রোকেয়া সরনী, আগারগাও, তালতলা (শ্যাওড়া পাড়ার ঠিক পাশেই) । সহ গ্রিন ইউনিভারসিটি থেকে একটু সামনে, পেট্রোল পাম্পের পাশে মেইন রোডের ওপরেই । তৃতীয় তলা, ডান পাশ। কেবল মাত্র মহিলাদের জন্য!
 
লিখেছেন
কে এন দেয়া
অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রিয় লাইফ
প্রিয়.কম