ছবি সংগৃহীত

মেসি ও রোনালদোর যে ৭টি পার্থক্য আপনাকে অবাক করবে

priyo.com
লেখক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৫, ০১:১২
আপডেট: ৩১ আগস্ট ২০১৫, ০১:১২

(প্রিয়.কম) লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? দুজনের মধ্যে কে সেরা? বিশ্ব ফুটবলের অমীমাংসিত এই বিতর্ক নিয়মিত ঝড় তোলে ফুটবলপ্রেমীদের চায়ের কাপে। আর এই বিতর্কে ঘি ঢালে রণালদো ও মেসির খেলার ধরনের বেশ কিছু মৌলিক পার্থক্য। আসুন এমন ৭টি তফাতের দিকে এক নজর চোখ বুলিয়ে নেই। ফিনিশিংঃ দুরূহ কোণ কিংবা লম্বা দূরত্ব, যেটাই হোক, রোনালদো গোল করবেনই। এবং এজন্য তিনি নির্ভর করেন দুর্দান্ত গতির শটের উপর। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর মেসির ফিনিশিং এর মূল কৌশল হচ্ছে তার ‘নিখুঁত’ প্লেসিং! ms1 ড্রিবলিংঃ ক্যারিয়ারের শুরুর দিলে রোনালদোর ড্রিবলিং ক্ষমতা ছিল বিশ্বমানের। তবে সময়ের সাথে সাথে তিনি ড্রিবলিং নির্ভরতা কমিয়ে দিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে বিশ্বসেরা ড্রিবলার মেসি ড্রিবলিং এর সময় বলটাকে এতো বেশি নিজের আয়ত্ত্বে রাখেন যে মনে হয় কেউ যেন আঠা দিয়ে বলটাকে তার পায়ের সাথে জুড়ে দিয়েছে! ms2 হেডিংঃ রোনালদো শুধু বাতাসে লাফিয়ে ওঠেন না, তিনি যেন এক কথায় উড়তে পারেন! হেডিং এর জন্য সর্বোচ্চ উচ্চতায় ও সবচেয়ে বেশি সময় বাতাসে ভেসে থেকে নিখুঁত প্লেসিং এর ক্ষেত্রে তার কোন প্রতিদ্বন্দী এই মুহূর্তে নেই। এক্ষেত্রে মেসিকে পিছিয়ে দিয়েছে তার উচ্চতা! ms3 পাসিংঃ ম্যানইউতে থাকাকালীন সময়ে রোনালদো পাসিং এর চেয়ে ড্রিবলিং করে নিজেই বল টেনে নিয়ে যেতে পছন্দ করতেন। তবে রিয়ালে থাকাকালীন তার পাসের সংখ্যা বাড়লেও নিঁখুত পাসিং এর ক্ষেত্রে বেশ দুর্বলতা রয়েছে তার। অপরদিকে মেসির মতো বুদ্ধিদীপ্ত ও নিখুঁত প্লেসিং এর পাসের দক্ষতা খুব কম ফুটবলারেরই আছে। ms4 ক্ষীপ্রতাঃ কিছুটা জায়গা ফাঁকা পেলে রোনালদোর এমন ক্ষীপ্র গতিতে ছুটিতে পারেন যা বিশ্বের যেকোন ডিফেন্ডারকেই হার মানাতে সক্ষম। মেসিও দারুণ গতিশীল। তবে তফাৎ হচ্ছে রোনালদো যেখানে লম্বা লম্বা পা ফেলে এগুতে থাকেন সে তুলনায় মেসি ছোট ছোট পদক্ষেপেই ধাবমান হন। যে কারণে মেসির জন্য ছুটন্ত অবস্থায়তেও হঠাৎ করেই বাঁক নেওয়া সহজ। ms5 প্রথম ছোঁয়াঃ বল রিসিভ করার সময় প্রথম ছোঁয়ার মাধ্যমে বলের নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। তবে প্রথম ছোঁয়াতেই গোলমুখে শট করার ক্ষেত্রে কিংবদন্তিতুল্য হচ্ছেন রোনালদো। ms6 দুর্বল পায়ের ব্যাবহারঃ রোনালদো তার তুলনামূলক দুর্বল বাম পা দিয়েও দুর্দান্ত গতির শট মারতে পারেন। তবে ড্রিবলিং এর ক্ষেত্রে তিনি শুধু ডান পাকেই ভরসা করেন। অন্যদিকে মেসি তার তুলনামূলক দুর্বল ডান পা দিয়ে কিছু গোল করলেও সেগুলো মূলত প্লেসিং নির্ভর। ডান পায়ে জোরালো গতির শট তিনি করতে পারেন না। ms7