You have reached your daily news limit

Please log in to continue


এবার গালি ও প্রবাদ প্রবচন অনুবাদ করে দেবে গুগল ট্রান্সলেট

এবার শব্দের কেবল সরাসরি অর্থ অনুবাদ না করে স্ল্যাং বা গালি ও প্রবাদ প্রবচন অনুবাদেও সাহায্য করবে গুগল ট্রান্সলেট। এজন্য নিজেদের সার্চ ও ট্রান্সলেট অ্যাপে নতুন জেমিনাইনির্ভর ফিচার চালু করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।

কোম্পানিটি বলেছে, তাদের এআই এমন অনুবাদ করতে পারবে যা আরও সাবলীল ও সঠিক হবে, বিশেষ করে এমন বিভিন্ন বাক্যের বেলায় যার ‘সূক্ষ্ম অর্থ’ রয়েছে। এখন সরাসরি অনুবাদ দেওয়ার বদলে স্ল্যাং বা প্রচলিত কথাও বিবেচনা করবে গুগল ট্রান্সলেট।

গুগলের নতুন অনুবাদ ফিচারের এই সর্বশেষ আপডেট প্রথমে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। নতুন আপডেটে ইংরেজি ও প্রায় ২০টির মতো অন্যান্য ভাষা অনুবাদ করতে পারবে অ্যাপটি, যার মধ্যে রয়েছে জার্মান, স্প্যানিশ, চীনা ও আরবি।

ফিচারটি আইওএস ও অ্যান্ড্রয়েডের ট্রান্সলেট অ্যাপ এবং ওয়েব উভয়েই কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

জেমিনাইয়ের ‘স্পিচ-টু-স্পিচ’ বা কথা থেকে কথা অনুবাদ ফিচারটিও আপডেট করেছে গুগল, যেখানে অ্যাপলের ‘এয়ার পডস প্রো ৩’-এর মতো হেডফোন দিয়ে এখন বাস্তব সময়ে অনুবাদ শুনতে পারবেন ব্যবহারকারীরা।

গুগল বলেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েডের ট্রান্সলেট অ্যাপের বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে নতুন ফিচারটি এবং আগামী বছর তা আইওএসেও আসবে। নতুন ফিচারটি ‘প্রত্যেক বক্তার স্বর, গলার জোর ও ছন্দ ধরে রাখার চেষ্টা করবে’, যাতে কথোপকথনের ধারাবাহিকতা ও কে কী বলেছে তা সহজে বুঝতে পারেন ব্যবহারকারী। যে কোনো হেডফোনের সঙ্গে কাজ করার পাশাপাশি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এই ফিচার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন