ছবি সংগৃহীত

মাছি দূর করুন ছোট একটি কৌশলে

নিগার আলম
লেখক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৬, ১০:৫৭
আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬, ১০:৫৭

ফটো সোর্স:www.universal-sci.com

 (প্রিয়.কম)- বাড়ি একতলা হোক বা দশতলা মাছির হাত থেকে রক্ষা পাবেন না। মাছির যন্ত্রণায় ঘরে কোন খাবার রাখা যায় না। আর এই মাছি থেকে হতে পারে নানা রকম রোগের উৎপত্তি। কোন স্প্রে বা কীটনাশক ঔষুধ দিয়েও মাছিকে তাড়ানোর সম্ভব নয়। আবার সারাক্ষণ খাবার ঢাকনা দিয়েও রাখা সম্ভব হয়ে পড়ে না। এই সমস্যার হাত থেকে রক্ষা করবে সহজ একটি কৌশল যার জন্য প্রয়োজন পড়বে একটি খালি কোকের বোতল। ভাবছেন কিভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক মাছি তাড়ানোর ফাঁদ তৈরির উপায়টি।

যা যা লাগবে:

  • একটি খালি কোকের বোতল
  • একটি ধারালো ছুরি বা কাঁচি
  • টেপ

যেভাবে তৈরি করবেন:

১। প্রথমে একটি খালি কোকের  বোতল মাথা থেকে পেটের উপর অংশ পর্যন্ত কেটে নিন।

২। এবার কোকের বোতলের মুখটি ৮ মিলিমিটার ব্যাসের গোল করে গর্ত করে নিন। এতে করে মাছিরা বোতলের ভিতর প্রবেশ করতে পারবে।

৩। কাটা অংশের চারপাশে কিছু গর্ত করে নিন। যাতে করে মাছি এই গর্তের মধ্যে দিয়ে বোতলে ঢুকে পড়তে পারে।

৪। বোতলের ভিতর কিছু কাঁচা মাংস ও পানি অথবা চিনি এবং পানি গুলিয়ে রেখে দিন। অথবা টমেটো বা কোন ফলের অংশ পানি দিয়ে রাখতে পারেন।

৫। এই বোতলের ভিতরে বোতলের মুখের অংশটুকু টেপ দিয়ে ভাল করে লাগিয়ে নিন।

৬। এবার রান্নাঘরে বা খাবারের ঘরে এই বোতলটি রেখে দিন।

৭। দ্বিতীয় দিন মাংস বা ফলের অংশটুকু থেকে যখন গন্ধ বের হবে মাছি এই বোতলের ভিতরে ঢুকে যাবে।

৮। বোতলের পানির মধ্যে মাছিরা পড়ে যাবে। আর আপনার ঘর মুক্তি পাবে মাছির যন্ত্রণা থেকে।

সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে

[video:https://www.youtube.com/watch?v=mf377HNgFtY]

লিখেছেন

নিগার আলম

ফিচার রাইটার,প্রিয় লাইফ

প্রিয়.কম