মায়ের চুমু শুধু ভালোবাসা নয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১৬:৫১

সন্তানের গালে মায়ের একটি ছোট্ট চুমু — যেন পৃথিবীর সবচেয়ে শান্তিময় দৃশ্যগুলোর একটি। অনেক সময় শিশুর কষ্ট বা কান্না থামাতে মায়েরা আদর করে কপালে বা হাতে চুমু খান। জেনে অবাক হবেন যে, মায়ের এই চুমু শুধু আবেগ নয়, শরীরকে এক অনন্য সিগন্যাল পাঠায়।


এই ছোট্ট ভালোবাসার ছোঁয়া শিশুর মানসিক প্রশান্তি, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এমনকি ব্যথা কমাতে পর্যন্ত সাহায্য করে। বিজ্ঞানও আজ স্বীকার করে নিয়েছে যে, মায়ের স্পর্শ ও চুমু শিশুর বিকাশে এক অমূল্য সম্পদ।


কীভাবে কাজ করে মায়ের চুমু?


শিশুর প্রতি মায়ের স্নেহের এক স্পর্শেই বদলে যায় শরীরের রাসায়নিক ভাষা। বিষয়টা একটু সহজ করা যাক।


১. অক্সিটোসিন হরমোনের নিঃসরণ


যখন মা শিশুকে আদর করেন বা চুমু খান, তখন উভয়ের শরীরেই অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। একে ভালোবাসার হরমোনও বলা হয়ে থাকে। এই হরমোনের প্রভাবে শিশুর মধ্যে আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি তৈরি হয়। যা শিশুকে আনন্দে রাখতে ও শান্ত করতে কাজ করে।


২. স্ট্রেস হরমোন কমে যায়


মায়ের কোলে গেলেই শিশুর কান্না থেমে যায় কেন? কারণ মায়ের গায়ের ঘ্রাণ ও আদরে কর্টিসল বা স্ট্রেস হরমোন কমে যায়। চুমু বা গালে আদরের স্পর্শে শিশুর ভয়ের প্রতিক্রিয়া স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। নবজাতক নিজেকে নিরাপদ বোধ করে। কারণ জন্মলগ্ন থেকে যার কাছে তার সব প্রয়োজন পূরণ হয়, তখন সে ওই মানুষটার সবচেয়ে কাছেই আছে। এ সময় শিশু মায়ের হৃদস্পন্দনও শুনতে পায়, যা তাকে গর্ভে থাকাকালীন পরিস্থিতির অনুভূতি দেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও