
গাছের ছত্রাক ঠেকাতে দারুচিনির ব্যবহার: কতটা কার্যকর?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৮:৫৩
গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে আশপাশে প্রচুর পরামর্শ ঘোরাফেরা করে। কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ‘হ্যাক’ বা সহজ ঘরোয়া উপায়, আবার কখনও পরিবারের বড়দের মুখে শোনা যায় পুরানো দিনের পরামর্শ।
এরকমই একটি পরিচিত পরামর্শ হল গাছের ছত্রাক বা ফাঙ্গাস দূর করতে দারুচিনি ব্যবহার করা।
রান্নার মসলা হিসেবে পরিচিত এই উপাদান গাছের ছত্রাকের বিরুদ্ধে লড়াইয়ে কতটা কার্যকর এ নিয়ে আছে নানান মত।