You have reached your daily news limit

Please log in to continue


‘প্রথম’ টেস্ট জয়সহ এজবাস্টনে যত কীর্তি ভারতের

গত মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু করে টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ‘আর্মব্যান্ড’ পরেন শুভমান গিল। যদিও শুরুটা প্রত্যাশামতো ছিল না। হেডিংলিতে বলতে গেলে ইংল্যান্ডের কাছে তেমন পাত্তা পায়নি ভারত। 

তবে দ্বিতীয় টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এজবাস্টনে ৩৩৬ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয়বারে ১৬১ রান করেন।

অন্যদিকে, দ্বিতীয় টেস্টে জাসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখায় কম সমালোচনা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে যিনি ম্যাচের সেরা বোলারও। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বার ৬ উইকেট নিয়ে ২৮ বছর বয়সী পেসারও রাখেন বড় অবদান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন